বেলায়েত হোসেন লিটন, ক্রীড়া প্রতিবেদকঃচলমান বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এ বাংলাদেশের নখদন্তহীন টাইগাররা অসুস্থ বিড়ালের ভূমিকা পালন করে চলেছে। তারা টানা পাঁচ ম্যাচেই লজ্জাকর শোচনীয় ভাবে পরাজিত হয়ে এখন পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে।
এদিকে বিশ্বকাপে অংশগ্রহণ করা দেশগুলোর মধ্যে নেদারল্যান্ডসকেই সবাই দুর্বল দল হিসেবে ভাবছিলেন। সেই হিসেবে অন্তত বাংলাদেশ নেদারল্যান্ডসের কাছে জয়লাভ করবে বাংলার অসুস্থ বিড়ালরা, এরকম আশাও ছিলো সকলের।
কিন্তু সেই গুরেও বালি।
নেদারল্যান্ডসের কাছেও চরম ভাবে ৮৭ রানের বড় ব্যাবধানে লজ্জাকর পরাজিত হয়েছে বাংলার বিড়ালরা।
আফগানিস্তান ও নেদারল্যান্ডসও দুটি করে ম্যাচ জয় করে চার পয়েন্ট করে অর্জনে বাংলাদেশের উপরেই অবস্থান করছে।
সবার নিচে থেকেই এবারের বিশ্বকাপ শেষ করবে বলে ধারনা করা হচ্ছে তাদের পারফরম্যান্স দেখে।
নেদারল্যান্ডসের কাছে শনিবার টাইগাররা শোচনীয় ভাবে পরাজিত হলে দেশের কোটি কোটি ক্রিকেট ভক্তরা টাইগারদেরকে বিড়ালের সাথে তুলনা করে। তাও আবার অসুস্থ বিড়াল হিসেবে।
অনেকেই আবার চুরান্ত ভাবে সিদ্ধান্ত নিয়েছেন জীবনে আর কোন দিন বাংলাদেশের ক্রিকেট খেলা দেখবেন না।
ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র সাংবাদিক শওকত আলী শরীফসহ আরো অনেকেই ফেসবুক বার্তায় জানান দেন যে তারা জীবনে আর কোন দিন বাংলাদেশের ক্রিকেট খেলা দেখবেন না।
কারন হিসেবে অনেকেই বলেন দেশাত্মবোধক থেকেই বাংলাদেশের খেলা দেখে থাকি। কিন্তু নিয়মিত ভাবে নখদন্তহীন টাইগাররা যে ভাবে খেলে শোচনীয় ভাবে হারের আগেই হেরে বসে থাকে তাতে তাদেরকে টাইগার না বলে অসুস্থ বিড়াল বলাই উত্তম।
বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে আফগানিস্থানকে পরাজিত করে দুই পয়েন্ট অর্জন করে ছিলো।
সেই দুই পয়েন্ট নিয়ে পাঁচটি ম্যাচ খেলে সবগুলোতেই নাজেহাল ভাবে লজ্জাকর পরাজয় উপহার দিয়েছে জাতিকে।
পর্যায়ক্রমে সকল খেলোয়াড়রাই ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে। তার মধ্যে ওপেনিং জুটির নিয়মিত ব্যর্থতা সকলের কাছে সমালোচিত হচ্ছে। লিটন দাসের ব্যর্থতা সকলের উপরে। কিছুটা হলেও নামের পাশে সুবিচার করতে পেরেছে মাহমুদউল্লাহ রিয়াদ।
তামিম ইকবালকে খুবই প্রয়োজন বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
এখানেও রাজনৈতিক কোন বেড়াজাল থাকতে পারে বলে অনেকের ধারণা।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে বাংলাদেশের ৬ জন ব্যাটসম্যান মিলে রান করেন মাত্র ২৯। এই যদি হয় একটি জাতীয় দলের অবস্থা তাহলে খেলায় ফলাফল কি বা হতে পারে। একটি দুটি ম্যাচে খারাপ হতেই পারে। তাই বলে কি টানা পাঁচ পাঁচটি ম্যাচেই বাজে ভাবে হার মানতে বাধ্য হবে?
এখন সকলেই বাকি তিনটি ম্যাচেও হারার ইঙ্গিত পাচ্ছে।
সকলের এখন আশা সেমিফাইনাল তো আর আমাদের ভাগ্যে হলোনা। অন্তত আরো দু একটি ম্যাচে জয়লাভ করে পয়েন্ট টেবিলের কিছুটা হলেও উপরে আশা যায় কিনা এই প্রত্যাশা সকলের।
You cannot copy content of this page
Leave a Reply