আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ “নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি সবাই মিলে সুস্থ্য থাকি” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে ফরিদপুরের সালথায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সপ্তাহ-২০২৩ইং এর উদ্বোধন করা হয়ছে। উপজেলা প্রশাসন সালথা এর আয়োজনে রবিবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এসময় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বার। এসময় আগামী সপ্তাহব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা পরিষদের পক্ষ থেকে ডেঙ্গু নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে বলে ঘোষনা দেওয়া হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা কৃষি অফিসার সুদর্শন শিকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা।
এসময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রথমে সবার সচেতনতা প্রয়োজন। আপনারা সবার বাড়ির আঙিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখবেন। বাড়ির আশেপাশের আগাছা পরিস্কার করবেন। দিনে ও রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন। মশা নিরোধক ক্রীম ব্যবহার করতে পারেন প্রয়োজনে। বাড়ির আশপাশে মশার স্প্রে করবেন। ডেঙ্গু আক্রান্ত রোগী ঘরে থাকলে সবসময় তাকে মশারির মধ্যে রাখুন। চিপসের প্যাকেট বা পানির বোতল যত্রতত্র ফেলবেন না। এগুলোতে পানি জমে মশা বাড়তে পারে। হঠাৎ বৃষ্টিতে পানি জমতে পারে এমন কিছু যেন বাড়ির আশেপাশে বা বারান্দায় না থাকে। ঘরে যেন পর্যাপ্ত সূর্যের আলো প্রবেশ করে সেদিকে লক্ষ রাখা জরুরি। অব্যবহৃত বাথরুমের কমোডও এডিস মশার লার্ভা উৎপাদনের জায়গা হতে পারে। তাই দুই বা তিন দিন পর পর ওয়াশ করে দিন কমোড। বাথরুমের বালতি, মগ বা বদনাতেও পানি জমিয়ে রাখবেন না। জ্বর আসলে দেরি না করে অথবা অ্যান্টি-বায়োটিক না সেবন না করে চিকিৎসকের পরামর্শ দেওয়া হয়।
You cannot copy content of this page
Leave a Reply