মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : গাজা ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে ফরিদপুর জেলা জাকের পার্টির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার বেলা দুইটায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে হতে ফরিদপুর প্রেসক্লাব পর্যন্ত ফরিদপুর জেলা জাকের পার্টির উদ্যোগে উক্ত সংগঠনের ফরিদপুর সাংগঠনিক জেলা- ১ এর সভাপতি মোঃ রাজ্জাক বেপারী এর সভাপতিত্বে ফিলিস্তিন জনগণের উপর সন্ত্রাসী ইসরাইলের গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর সাংগঠনিক জেলা- ২ এর সভাপতি ডাক্তার মোঃ ফজলুল হক, সাংগঠনিক জেলা -৩ এর সভাপতি কৃষক মহিউদ্দিন ফকির, ফরিদপুর জেলা যুব ফ্রন্টের সভাপতি মোঃ টিটু খান, ফরিদপুর জেলা ছাত্র ফন্টের সভাপতি নিজামুল হক শিশির। এ সময় সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা ইসরাইলি বাহিনি কর্তৃক ফিলিস্তিনি নিরীহ জনগণের উপর এ হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন।বক্তারা বলেন যে আর কতো নির্যাতন ও নিপীড়নের হতে হবে নিরীহ গাজা বাসীদের ।
বক্তারা ফিলিস্তিনিদের উপর ইসরাইলি বাহিনীর এই হামলায় তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং অবিলম্বে ইসরাইলি বাহিনী কর্তৃক ফিলিস্তিনি নিরীহ জনগণের উপর হামলা বন্ধ করার দাবি জানান। একই সাথে এ হামলা বন্ধে জাতিসংঘের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার দাবি জানান। এরপর মানববন্ধন ও বিক্ষোভ মিছিলটি প্রেসক্লাবে এসে শেষ হয় ।
You cannot copy content of this page
Leave a Reply