সালথায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন এসপি শাহজাহান
আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
শনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা-২০২৩ উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহান (পিপিএম সেবা)। সোমবার (২৩ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি। এসময় পুলিশ সুপার মো. শাহজাহান শান্তিপূর্ণভাবে শারদীয় দূর্গা উৎসব উদযাপন করার লক্ষ্যে পূজামন্ডপের আইন-শৃঙ্খলা বিষয়ে খোঁজ খবর নেন এবং সনাতন ধর্মালম্বীদের পূজার শুভেচ্ছা জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন, ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শেখ সাদিক, এসআই আব্দুল হালিম, ডিএসবির এসআই আতাউর রহমান, এএসআই লিয়াকত হোসেন প্রমূখ।
Leave a Reply