আসলাম বেপারী,চরভদ্রাসন প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর বাজারে সকাল দশ টায় ফিলিস্তিনিদের গণহত্যা ও ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চরভদ্রাসন উলামা পরিষদের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা উলামা পরিষদের সভাপতি মুফতী মোঃ জাকারিয়া হোসেন । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্যা। সমাবেশটি সঞ্চালনা করেন উপজেলার মুফতী মোঃ সেলিম।
সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, হাফেঃ আঃ মান্নান, মুফতি ছফিউল্লাহ, মুফতি আঃ জব্বার মাওঃ জাহাঙ্গীর আলম, উপজেলা উলামা পরিষদের সাধারন সম্পাদক মহব্বত উল্লাহ ও ব্যাবসায়ী শহিদুল ইসলাম মোল্যা প্রমূখ। সমাবেশ শেষে মোনাজাত পরিচালনা করেন পার্শ্ববর্তী হাজীডাঙ্গী মাদ্রাসার মুহতামিম হাফেজ নোমান মানসুর । বক্তারা বলেন, যুগে যুগে মুসলমানদের উপর জুলুম, অত্যাচার,নির্যাতন করা হয়েছে। সারা পৃথিবীর কাফের শক্তি একত্রিত হয়ে মুসলমানদের উপর হামলা করেছে। ইসরায়েলি ইহুদিরা ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলা করে আসছে। অবিলম্বে ফিলিস্তিনি গণহত্যা বন্ধ করা সহ ইসরাইল বাহিনীর বর্বরতার বিচার দাবী করেন।এ সময় ইসরাইল পণ্য বয়কট করার জন্য ব্যবসায়ী ও মুমিন মুসলিমদের প্রতি আহ্বান জানান।
You cannot copy content of this page
Leave a Reply