নিজস্ব প্রতিনিধি : শব্দদূষণ রোধে সচেতনতামূলক প্রশিক্ষণ ও সভার আয়োজন হয়। অদ্য ১৯ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ তারিখ বৃহস্পতিবার “শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প” এর আওতায় পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয় ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), রাজবাড়ী এর সহযোগিতায় রাজবাড়ী জেলায় ছাত্র-ছাত্রী ও প্রশিক্ষণার্থীদের নিয়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), রাজবাড়ীতে শব্দদূষণ রোধে সচেতনতামূলক প্রশিক্ষণ ও সভার আয়োজন হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ফকীর মোহাম্মদ নূরুজ্জামান, ভাইস প্রিন্সিপাল, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী এবং সভাপতিত্ব করেন জনাব মোঃ সাঈদ আনোয়ার, উপপরিচালক, পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, সিভিল সার্জন, রাজবাড়ী ও জনাব মোঃ ইফতেখারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, রাজবাড়ী ও জনাব মোঃ হাবিবুর রহমান, জেলা শিক্ষা অফিসার, রাজবাড়ী এবং প্রকৌশলী নূর অতএব আহম্মদ, অধ্যক্ষ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), রাজবাড়ী। ছাত্র-ছাত্রী, প্রশিক্ষণার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে প্রশিক্ষণ অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
ভবিষ্যতেও এ ধরণের প্রশিক্ষণ অনুষ্ঠান পরিচালনা অব্যাহত থাকবে।
You cannot copy content of this page
Leave a Reply