মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা ও ডিও বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) জনাব শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে আজ সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আসন্ন শ্রী শ্রী শারদীয় দূর্গা উৎসব ২০২৩ উদযাপন উপলক্ষে এ প্রস্তুতিমূলক সভা ও ডিও প্রদান অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ বাড়ৈ, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ সাদিক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুপ কুমার সাহা, সাধারণ সম্পাদক বাবু অনন্ত কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক প্রহ্লাদ শীলসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় সভাপতি তার বক্তব্যে বলেন, এবছর সালথা উপজেলার ৮টি ইউনিয়নে মোট ৪৭টি দূর্গা মন্দিরে পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবছর পূজা মন্ডপগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা লাগানো বাধ্যতামূলক করে দেয়া হয়েছে। অধিক গুরুত্বপূর্ণ মন্ডপগুলোতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নজরদারি থাকবে। তিনি আরও বলেন, পূজাকে কেন্দ্র করে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া যাবে না। যদি কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটে তাৎক্ষণিক ৯৯৯ উপজেলা প্রশাসন ও সালথা থানা প্রশাসনের নম্বরে যোগাযোগ করার আহবান জানান।
উল্লেখ্য, সভা শেষে উপজেলার ৪৭টি পূজা মন্ডপের সভাপতিদের নিকট ডিও প্রদান করা হয়।
You cannot copy content of this page
Leave a Reply