নিজস্ব প্রতিনিধি : শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব প্রকল্প এর আওতায় ছাত্র-ছাত্রীদের নিয়ে শব্দ সচেতনমূলক প্রশিক্ষণ আয়োজন করা হয় , অদ্য ১১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ তারিখ বুধবার “শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প” এর আওতায় জেলা প্রশাসন, ফরিদপুর ও পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের সহযোগিতায় ফরিদপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শব্দদূষণ রোধে সচেতনতামূলক প্রশিক্ষণ ও সভার আয়োজন হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলার জেলাপ্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ এবং সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ সাঈদ আনোয়ার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ফরিদপুর সদর, ফরিদপুর ও জনাব মোঃ ইয়াছিন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ফরিদপুর ও জনাব বিষ্ণু পদ ঘোষাল, জেলা শিক্ষা অফিসার, ফরিদপুর এবং জনাব মুহাম্মদ ইমতিয়াজ জাহান, অধ্যক্ষ, ফরিদপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ, ফরিদপুর। ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে প্রশিক্ষণ অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
ভবিষ্যতেও এ ধরণের প্রশিক্ষণ অনুষ্ঠান পরিচালনা অব্যাহত থাকবে।
You cannot copy content of this page
Leave a Reply