মোঃ তৈয়াবুর রহমান বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে পুলিশের বিশেষ অভিযানে ৪২০-৪০৬ এর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার করেছে ডহরনগর তদন্ত কেন্দ্রের পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি আব্দুল ওহাব শেখকে (৬৫) বুধবার (১১ অক্টোবর) ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। ডহরনগর পুলিশ তদন্তের কেন্দ্রের এসআই ফারুক হোসেন বলেন, আব্দুল ওহাব শেখের নামে মাদারীপুর জেলায় ৪২০-৪০৬ এর মামলা হয়। ওই মামলায় তার নামে ওয়ারেন্ট হয়।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে কদমী গ্রামে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে বোয়ালমারী থানায় পাঠানো হয়। থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, গ্রেপ্তারকৃত আসামি আব্দুল ওহাবকে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।
You cannot copy content of this page
Leave a Reply