মো. বাকী বিল্লাহ খান পলাশ : ‘শিরক মুক্ত ঈমান গড়ি, বিদ‘আত মুক্ত আমল করি’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে কুরআন ও বিশুদ্ধ হাদীস ভিত্তিক দ্বীন প্রচারের উদ্দেশ্যে গত জানুয়ারি ২০২৩ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত সালাফি মারকায ফরিদপুরের আয়োজনে গতকাল সোমবার ঝিলটুলিস্থ কার্যালয়ে কুরআন শিক্ষা কার্যক্রমের উদ্ধোধনী সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সৌরভ এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সালাফি মারকায় ফরিদপুরের সভাপতি রুহুল আমীন। আলোচনায় অংশগহন করেন অর্থ সম্পাদক ফরিদুল ইসলাম ফাহিম, উন্নয়ন সম্পাদক মো. পান্নু মোল্লা, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মাহদী, কার্যকরী সদস্য জামাল উদ্দিন মোল্লাসহ প্রমুখ।
মাহমুদুল হাসান সৌরভ বলেন, শিরক ও বিদ‘আতমুক্ত সমাজ গড়তে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করা এখন সময়ের দাবী। আর তা জানতে এবং জানাতে পবিত্র কুরআন ও সহীহ হাদীস পাঠের বিকল্প নেই। পবিত্র কুরআন সহীহ শুদ্ধভাবে শিক্ষা লাভ করতেই সালাফী মারকায ফরিদপুরের কুরআন শিক্ষা কার্যক্রম। যা বিনামূল্যে এবং সবার জন্য উন্মুক্ত থাকবে।
ফরিদুল ইসলাম ফাহিম বলেন, সালাফী মারকায ফরিদপুর ইতোমধ্যে সহীহ দ্বীন প্রচার ও প্রসারে দ্বীনি দাওয়াত কার্যক্রম শুরু করেছে যা বিভিন্ন মসজিদ ও প্রতিষ্ঠানসমূহে অবাহত আছে। সালাফী মারকায ফরিদপুরের আয়োজনে বিভিন্ন মসজিদে খুতবা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যা মসজিদ কর্তৃক আমন্ত্রনের ভিত্তিতে প্রদান করা হয়ে থাকে।
আব্দুল্লাহ আল মাহদী বলেন, বিভিন্ন সময়ে দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণের উপস্থিতিতে সালাফী মারকায কনফারেন্স সম্পাদন করে থাকে যা প্রথম ২৭ মে ২০২৩ খ্রিষ্টাব্দে ফরিদপুর পুরাতন বাসষ্ঠ্যান্ডস্থ পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। যেখানে ইসলামী আক্বীদা ও ইমান, দ্বায়ীর বৈশিষ্ট ও গুনাবলীসহ ইসলামের মৌলিক বিষয়াবলীর উপর গুরুপ্তপূর্ন আলোচনা করেন উত্তরা ঢাকার দারুন নূর মহিলা মাদ্রাসার অধ্যক্ষ শায়েখ মুফতি আব্দুর রহমান বিন আতাউল্লাহ, খুলনা চাঁদপুর দাখিল মাদ্রাসার অধ্যক্ষ জাহাঙ্গীর আলম ইসলাহী, ঢাকা মিরপুর মাদ্রাসা দুরুস সুন্নাহ্ এর অধ্যক্ষ শায়েখ আব্দুন নূর মাদানী, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিএইডি ডিগ্রী প্রাপ্ত শায়েখ ড. মুহাম্মদ সাইফুল্লাহ মাদানী এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-ফিকাহ্্ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক শায়েখ ড. আবু বকর মুহাম্মদ জাকারিয়া মাদানী।
মো. পান্নু মোল্লা বলেন, যুগে যুগে বিভিন্ন ফেরকা বিভিন্ন মত ও পথ প্রতিষ্ঠিত হয়েছে অথচ একমাত্র রাসূল (ছা.)ই আমাদের জন্য একমাত্র কুরআন নির্দেশিত পথ। জামাল উদ্দিন মোল্লা বলেন, সহীহ দ্বীনি গ্রন্থ পাঠে সালাফী মারকায ফরিদপুর একটি পূনাঙ্গ পাঠাগার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। রুহুল আমীন বলেন, দ্বীনের প্রচার প্রতিটি মুসলমানের জন্য অপরিহার্য। কেননা রাসূল (ছা.) বলেন, প্রচার করে যদি একটিমাত্র আয়াতও হয় (সহীহ বুখারী, হাদীস নং. ৩৪৬১)। সহীহ দ্বীন প্রচার ও প্রতিষ্ঠায় সালাফী মারকায ফরিদপুর একটি দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। তিনি সহীহ দ্বীন প্রচার ও প্রতিষ্ঠায় সকলের সহযোগীতা কামনা করেন।
You cannot copy content of this page
Leave a Reply