মো. বাকী বিল্লাহ খান পলাশ : রাসূল (ছা.)-এর পূর্নাঙ্গ অনুসরণে ছালাত আদায়, কুরআন কারীম এবং দলিল ভিত্তিক বিশুদ্ধ হাদীসের আলোকে ইসলাম প্রচার, প্রসার ও প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে নিয়ে ২০২২ খ্রিষ্টাব্দের এপ্রিলে রঘুনন্দনপুর, কোমরপুর ফরিদপুরে প্রতিষ্ঠিত মসজিদে হামযা (রা.) এর আয়োজনে আগামী শুক্রবার ১৩ অক্টোবর ২০২৩ খ্রি. তারিখ জুমু‘আর খুৎবা প্রদান করবেন ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনিষ্টিটিউট এর মহাপরিচালক শাইখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানী। এ উপলক্ষে আজ মঙ্গলবার রঘুনন্দপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মো. মিলনের সভাপতিত্বে এতে আলোচনায় অংশগ্রহণ করেন খালিদ বিন দুরুল হুদা, এ্যাডভোকেট সৈয়দ মঈনুল শহীদ, মো. তাইফসহ প্রমুখ।
এ্যাডভোকেট সৈয়দ মঈনুল শহীদ বলেন, মসজিদে হামযা (রা.) এর আয়োজনে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণের উপস্থিতিতে ইতোমধ্যেই একাধিক ইসলামী আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে। যেখানে ইসলামী আলোচনা রেখেছেন ঢাকার দারুন নূর মডেল মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আব্দুর রহমান বিন আতাউল্লাহ, শায়েখ মুকাররম বিন মুহসিন, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ আলেমে দ্বীন ড. সাইয়্যেদ কামালুদ্দীন আবদুল্লাহ জাফরীসহ অপরাপর সাইখগণ। মসজিদের আয়োজনে একাধিকবার এসেছেন উপমহাদেশের অন্যতম আলেমে দ্বীন, বহু গ্রন্থ প্রনেতা, নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আল-জামি‘আহ আল-সালাফিয়্যাহ মাদ্রাসা (রাজশাহী, নারায়নগঞ্জ, রবিশাল) এর প্রতিষ্ঠাতা ও পরিচালক শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ। তারই ধারাবাহিকতায় আগামী ১৩ অক্টোবর জুম্আুর খুৎবা প্রদান করবেন শাইখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানী।
যেখানে মহিলাদের খুৎবা শোনা ও সালাত আদায়ের সুব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, মসজিদে হামযা (রা.) এর ব্যবস্থাপনায় হামযা (রা.) সালাফিয়্যাহ মডেল মাদ্রাসা সম্প্রতি যাত্রা শুরু করেছে যেখানে আবাসিক অনাবাসিক বালক বালিকা উভয় শাখায় ভর্তি চলছে। মাদ্রাসাটির উদ্ধোধন করেন শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ। জনাব শহীদ বলেন, মসজিদের ব্যবস্থাপনায় মজজিদে একটি পাঠাগার ইতোমধ্যেই প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি বিনামূল্যে বই বিতরণসহ মসজিদ ও মাদ্রাসার উন্নয়নকল্পে সকলকে এগিয়ে আসার আহবান জানান। মসজিদটির সহযোগীতায় বিকাশ নম্বর ০১৮৫৭৫০৩৯৩৯।
You cannot copy content of this page
Leave a Reply