মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি ঃ ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার সকাল সাড়ে ১১ টায় শহরের আলিপুরে হাসিবুল হাসান লাভলু সড়কে নবনির্মিত আওয়ামী লীগ অফিসে উক্ত আলোচনা সভায় ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিয়াজ জামান সজীবের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মিসেস ঝর্না হাসান, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক শাহীদ উদ্দিন আহমেদ, যুগ্ম আহবায়ক নুরুল আমিন বাপ্পি, মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি গোলাম মোহাম্মদ নাছির, কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার দাস লক্ষণ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম জনি, যুব মহিলা লীগের আহ্বায়ক রুকসানা আহমেদ মেহেদী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ।
আলোচনা সভায় বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্থতা কামনা করেন । বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়ন করছেন। বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত হয়ে আসছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মেট্রোরেল, পদ্মা সেতু, কর্নফুলী ট্যানেল, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ অসংখ্য মেগা প্রকল্প বাস্তবায়ন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনার লক্ষ্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। বক্তারা ফরিদপুরে চারটি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের জয়লাভ করানোর লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করার রহমান জানান।
You cannot copy content of this page
Leave a Reply