আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায় মৎস্যজীবি লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের অফিস কক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আমরা বঙ্গবন্ধু টানেল পেয়েছি, আমরা পদ্মা সেতু পেয়েছি। আমরা পেয়েছি শতভাগ বিদ্যুৎসহ নানান সুবিধা। শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই বাঙালী জাতি অনেক কিছু পেয়েছে। তাই তার জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং তার দীর্ঘায়ু কামনা করি।
মৎস্যবীজি লীগের আহবায়ক মোঃ ইরান মোল্লার সভাপতিত্বে যুগ্ম আহবায়ক একলাচ ফকিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রউফ তালুকদার, সাধারণ সম্পাদক আব্দুল আলীম সোজা, পৌর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র সাইফুর রহমান সাইফার,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত ফকির, মৎস্য জীবি লীগের যুগ্মআহবায়ক লিটন বিশ্বাস, আলফাডাঙ্গা ইউনিয়ন মৎস্য জীবি লীগের সভাপতি জাহিদুল ইসলাম রাজু মৃধা,আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, এবং ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page
Leave a Reply