আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ ডেঙ্গু ভয়াবহতার সময়ে যখন আইভি স্যালাইনের সংকট, তখনি ফরিদপুরের সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইভি স্যালাইন ও ডেঙ্গু টেষ্ট কীট অনুদান দিলেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী এমপি।
নিজ তহবিল থেকে বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত হাসপাতাল বস্থাপনা কমিটির সভায় এক হাজার ব্যাগ আইভি স্যালাইন ও এক হাজার ডেঙ্গু টেষ্টের কীট তুলে দেন, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।
উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী আবদুল মমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু প্রমূখ।
এসময় স্বাস্থ্য কেন্দ্রে সেবা নিতে আসা রোগিদের খোজখবর নেন মাননীয় সংসদ সদস্য।
You cannot copy content of this page
Leave a Reply