তৈয়বুর রহমান,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন ও অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীবৃন্দের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে নৌকা প্রতিকে ভোট চাইলেন ফরিদপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আ’লীগ নেতা আব্দুলাহ আল মামুন। এ সময় মামুন তার বক্তব্যে বলেন, আমার পিতা আব্দুর রউফ মাস্টার সাবেক এমপি ছিলেন, তিনি নিজেও একজন শিক্ষক ছিলেন। আমার পিতা আপনাদেরী একজন সহকর্মী ছিলেন। যেহেতু আমার পিতা একজন শিক্ষক ছিলেন আমি আপনাদের শিক্ষক পরিবারের মানুষ। আমাকে আপানাদের ছায়াতলে রাখবেন, আমাকে আপনাদের পাশে রেখে সমাজের, দেশের উন্নয়নমূক কাজ করার সুযোগ করে দিবেন। আমি আপনাদের বিপদে আপদে সব সময় পাশে আছি সারা জীবন থাকবো। আসছে জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সবাই মিলে এক জোট হয়ে নৌকা প্রতিকে ভোট দিয়ে মাননীয় প্রাধনমন্ত্রী শেখ হাসিনাকে (আ’লীগ সরকারকে ক্ষমতায় আনবেন।
আলফাডাঙ্গা আসাদুজ্জামান বালিকা উচ্চবিদ্যালয় মাঠে শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে ত্রি-বার্ষিক সম্মেলনে আলফাডাঙ্গা শিক্ষক সমিতির সভাপতি (বিটিএ) মো. আ: রউফ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় শিক্ষক সমিতির সহ-সভাপতি (বিটিএ) আযাদ আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন, বৃহত্তর ফরিদপুরের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: সিদ্দিকুর রহমান। উদ্বোধক ছিলেন, ফরিদপুর শিক্ষক সমিতির সভাপতি মো. ই¯্রাফিল মোল্যা। প্রধান বক্তা ছিলেন, শিক্ষক সমিতির ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলাম।
সম্মানিত অতিথবৃন্দ ছিলেন, শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বোয়ালমারী উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মৃধা আবুল হাশেম সিদ্দিকী, বৃহত্তর ফরিদপুর আঞ্চলিক সদস্য মো. আব্দুর রহিম মিয়া, ফরিদপুর সদর উপজেলা শাখার সভাপতি এ.কে.এম ইউছুব আলী মোল্যা, সালথা উপজেলা শাখার সভাপতি খায়রুল আলম এনায়েত, ফরিদপুর সদর উপজেলার শাখার সাধারণ সম্পাদক শাহ মো. শাহজাহান।
অনুষ্ঠানটি সঞ্চলনায় ছিলেন, আলফাডাঙ্গা শাখার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন। ধন্যবাদান্তে-মো. মাযহারুল আনোয়ার, আহবায়ক, সম্মেলন বাস্তবায়ন কমিটি ও প্রধান শিক্ষক, আতেন পারভেজ মেমোরিয়াল ইনস্টিটিউট। সম্মেলন শেষে আলফাডাঙ্গা আরিফুজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেনকে সভাপতি ও শিরগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী মৃধাকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয় আলফডাঙ্গা উপজেলা শাখার।
You cannot copy content of this page
Leave a Reply