মাহমুদুর রহমান(তুরান),ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল দূর্ঘটনার দুই স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। নিহতরা হলেন উপজেলার পূর্ব সদরদী গ্রামের আবুল খায়েরের পুত্র সাকিব ফকির(১৬) এবং পুখুরিয়া নাজিরপুর গ্রামের সানোয়ার মাতুব্বরের পুত্র শাহিন মাতুব্বর(১৫)।তারা দুজনই ব্রাহ্মণকান্দা এ,এস একাডেমির অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থী।
দূর্ঘটনাটি ঘটেছে ভাঙ্গা- ফরিদপুর মহাসড়কের হামিরদী নামক স্থানে।সোমবার সকালে সাকিব ও শাহিন দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে পুখুরিয়া থেকে ভাঙ্গার উদ্দেশ্য রওয়ানা দেয়। তাদের মোটরসাইকেলটি হামিরদী বাসস্ট্যান্ডে পৌছলে পিছন থেকে বরিশাল ফিরোজ পুরগামি একটি মোটরসাইকেল তাদেরকে সজোরে ধাক্কা দেয়।এতে সাকিব ও শাহিন দুই বন্ধু ঘটনাস্থলেই নিহত হয়।
এঘটনায় অজ্ঞাত অপর মোটর সাইকেল আরোহী মারাত্মক আহত হয় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছ। ভাঙ্গা থানা হাাইওয়ে পুলিশ দ্রুত ঘটনা স্থলে পৌছে লাশ দুটি উদ্ধার করে এবং মোটর সাইকেল দুটি জব্দ করে থানায় নিয়ে আসে।
You cannot copy content of this page
Leave a Reply