মানিক দাস,ফরিদপুর : ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমীর ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের উপর হামলার প্রতিবাদ ও নির্বাচন কমিশনের পদত্যাগের দাবীতে সংগঠনের ফরিদপুর জেলা শাখার উদ্যোগ ও সংগঠনের সভাপতি মুফতি মোস্তফা কামালের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটি কতৃক ঘোষিত কর্মসূচী মোতাবেক আজ শুক্রবার দুপুর দুইটায় শহরের জনতা ব্যাংকের মোড়ে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, সহ সভাপতি মুফতি সৈয়দ শামসুল হক,সাধারণ সম্পাদক হাফেজ মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ইয়াকুব আলী,সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ জাহিদ হোসেন,দপ্তর সম্পাদক মাওলানা আঃ রহিম, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান, ইসলামী শ্রমিক আন্দোলন ফরিদপুর জেলা শাখার সভাপতি শিকদার ইমরান রাজিব,ইসলামী যুব আন্দোলন ফরিদপুর জেলা শাখার সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিরুল ইসলাম, ইসলামী ছাএ আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সভাপতি আব্দুল জামি আজমসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা ও উপজেলা শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এ সময় সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বক্তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।ভবিষ্যতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোন নির্বাচনে ইসলামি আন্দোলন বাংলাদেশ অংশ গ্রহন করবে না। অবিলম্বে নির্বাচন কমিশন ও সরকারের পদত্যাগ দাবী জানান। একটি বিক্ষোভ মিছিল জনতা ব্যাংকের মোড় হতে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।এর আগে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল সমাবেশ স্থলে এসে যোগ দেয়
You cannot copy content of this page
Leave a Reply