আজিজুর রহমান, আলফাডাঙ্গা : ফরিদপুরের আলফাডাঙ্গার পৌর সভার ৪ নং ওয়ার্ডের চর নওয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাছরিন বেগম প্রেমের প্রস্তাবে প্রত্যাখান করায় চিরকুট লিখে তার ভাড়ার ঘরে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। শনিবার (১৮ ফেব্রুয়ারী) রাতে এই ঘটনা ঘটে। রোববার দিবাগত রাতে ওই শিক্ষিকা বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। নাছরিন বেগম কাশিয়ানী উপজেলার শিবগাতী গ্রামের নজরুল ইসলামের স্ত্রী। তিন সন্তান নিয়ে আলফাডাঙ্গা পৌরসভার চর নওয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে মাহামুদুল হাচানের বাড়িতে ভাড়া থাকেন।
অভিযোগ সূত্রে জানা যায়, অজ্ঞাত ব্যক্তিরা পাঁচটি ফোন নম্বর থেকে প্রায় সময় ফোন দিয়ে প্রেম নিবেদন সহ কু-প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হওয়াতে ভয়ভীতি দেখায়। গত ২ ফেব্রুয়ারি কোনো এক সময় বাড়ির বাউন্ডারিতে চিরকুট লিখে রাখে সেখানে অশ্লীল ভাষা সহ ঘরে আগুন দিবে বলে লিখে ছিল। বিদ্যালয় দুই দিন ছুটি থাকায় গত ১৭ তারিখ বিকেলে স্বামীর বাড়ি চলে যায় ১৯ তারিখে বিকেলে ভাড়া বাসায় ফিরে দেখতে পান বাড়ির মূল ফটকের তালা ভাঙা। ঘরের মধ্যে প্রবেশ করে দেখতে পান তাদের ব্যবহৃত সমস্ত পোশাক, প্রয়োজনীয় মালামাল ও খাদ্য পণ্যসহ সকল জিনিসপত্র আগুন দিয়ে পুড়িয়ে ভষ্মীভূত করে ফেলেছে।
এ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফিয়া পারভিন (বকুল) জানান, চিরকুটের ঘটনায় নাছরিনকে থানায় সাধারণ ডাইরি করতে বলেছি, তবে গ্রামের মাতুব্বররা বলেছে বিষয়টি তারা দেখবে। বাড়ির মালিক মাহামুদুল হাচান বলেন, আমার বাড়ির ওই বাসায় স্কুল শিক্ষিকা নাছরিন বেগম তিন সন্তান নিয়ে ভাড়ায় থাকেন। দেয়ালে চিরকুট লেখার বিষয়টি নিয়ে গ্রামের লোকদের সাথে আলোচনা করলে স্থানীয় মাতুব্বর সেলিম শেখ বলেছিল বিষয়টি তারা নিজেরাই দেখবে; তাই আমি কোন প্রসাশনের আশ্রয় নেইনি।
ওদিকে সেলিম শেখ এর সাথে কথা বলতে গেলে তিনি বলেন- আমি তখনই এলাকার লোকজনের সাথে কথা বলে মসজিদের ভেতরে সবাইকে সতর্ক করে দিয়েছিলাম যে, এ প্রসঙ্গে যদি জড়িত সবার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে, কিন্তু এ নিয়ে আমরা কেউ কোনই সূত্র খুজে পাইনি, তাই নীরব ছিলাম। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আজিজুর রহমান তালুকদার জানান, আমি খবর পেয়ে নিজেই ঘটনাস্থলে গিয়েছি, যারা এ ঘটনার সাথে জড়িত তাদের ব্যপারে অবশ্যই বিচারের জোর দাবী জানাচ্ছি। ওসি মো.আবু তাহের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ও লিখিত অভিযোগ পেয়ে বর্তমানে তদন্ত অব্যহত রয়েছে।
You cannot copy content of this page
Leave a Reply