স্টাফ রিপোর্টার : “শিক্ষকদের হাত ধরেই শিক্ষাব্যবস্থার রূপান্তর, শুরু” এই ¯েøাগানের মধ্য দিয়ে ফরিদপুরে পালিত হয়েছে শিক্ষক দিবস। এ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে একটি বর্নাঢ্য রেলি শহর প্রদক্ষিণ করে। রেলিটি সরকারি রাজেন্দ্র কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সূচনাস্থানে শেষ হয়।
রেলিটির নেতৃত্ব দেন কমিটির আহবায়ক সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা, সদস্য সচিব ও জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল, সরকার ইয়াসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর শিলা রানী মন্ডল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওহিদুল আলম, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর কাজী গোলাম মোস্তফা সহ অন্যান্য শিক্ষকমন্ডলী। এ সময় বক্তারা বলেন, শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর ঘটেছে। শিক্ষকদের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আধুনিক সভ্যতার উত্তোরন ঘটছে।
You cannot copy content of this page
Leave a Reply