আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী, বেজিডাঙ্গা হাই স্কুলের প্রধান শিক্ষক মাসুদ মাষ্টার কয়েক শো ভ্যান গাড়ি, মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছেন। শুক্রবার (২১ অক্টোবর) বিকাল ৩টায় আলফাডাঙ্গা সদর ইউনিয়নের বেজিডাঙ্গা স্কুলের সামনে থেকে এ বিশাল ভ্যান গাড়ি ও মোটরসাইকেল নিয়ে বিশাল শোডাউন শুরু করেন। আলফাডাঙ্গা সদর ইউনিয়নের প্রত্যেকটি গ্রাম প্রদক্ষিণ করেন এবং বিভিন্ন বাজারে এলাকার জনগণের সঙ্গে কুশল বিনিময় করে।
শোডাউন শেষে চেয়ারম্যান প্রার্থী মাসুদ মাষ্টার জনগনের উদ্দেশ্য করে বলেন, আমি চেয়ারম্যান প্রার্থী হবো এলাকার সাধারণ মানুষের কথা ভেবে, এই এলাকার শিক্ষার হার বাড়ানো, সন্ত্রাস-মাদক ও ভুমিদখল মুক্ত করার লক্ষ্যে কাজ করে যাব। এ সময় তিনি আরও বলেন, এই এলাকার উন্নয়নে গরীব-দুঃখি মানুষদের নিয়ে তাদের পাশে থাকতে চাই। মানবতার সেবায় নিয়োজিত থাকতে চাই। এলাকার সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছি। আশা করি দলীয় মনোনয়ন আমি পাবো ইনশাহ আল্লাহ। এবার আমাকে এ নির্বাচনে আপনারা দলমত নির্বিশেষে ভোট দিয়ে বিজয়ী করলে এ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়নের রোল মডেলসহ গরিব-দুঃখী মেহনতি মানুষের কল্যাণে কাজ করবো।
এবং আলফাডাঙ্গা ইউনিয়নে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও জুয়া বন্ধে কাজ করবো। এ ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডকে ডিজিটাল ও আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলবো। এ জন্য সকলের নিকট দোয়া ও সর্বাত্মক সহযোগীতা কামনা করি। শাহাদাৎ হোসেন খোকা মিয়ার সভাপতিত্বে নাহিদুল ইসলাম রাজুর পরিচালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোঃ ওয়াহিদুজ্জামান মিলন,তাজিমুর রহমান তুহিন, আরিফুল ইসলাম, সাজ্জাদ হোসেন পিকুল,মহসিন মিয়া ( নাগর মিয়া) খলিল তালুকদার, ওসমান মোল্লা, ইসহাক শেখসহ অনেকে।
You cannot copy content of this page
Leave a Reply