স্টাফ রিপোর্টার : ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্রপাড়া দরবারশরীফে দরিদ্র অসহায় মুরিদান-জাকেরানদের মাঝে অনুদান হিসেবে নগদ আর্থিক অনুদান বিতরণকরা হয়েছে। চন্দ্রপাড়া দরবার শরীফেরগদীনশীন পীর শাহসুফি সৈয়দ কামরুজ্জামান নকশবন্দী মুজাদ্দেদী আলওয়সী নিজ হাতে এ অর্থ প্রদান করেন। আজ মঙ্গলবার ভোরে চন্দ্রপাড়া দরবার শরীফে প্রতিষ্ঠাতা প্রয়াত পীর শাহ সুফি সৈয়দ আবুল ফজলনকশবন্দী মুজাদ্দেদীর বার্ষিক ওরসের তারিখ ঘোষণা অনুষ্ঠানে প্রায় পাচঁশত মুরিদান-জাকেরানদের মাঝে উক্ত অনুদান বিতরন করা হয়। দিবসটি উপলক্ষে আশেকানজাকেরানর ারাতভর জিকির-আজকার, পীরের অসিয়ত-নসিয়ত দফায় দফায় দোয়া ও মিলাদ মাহফিল শেষে বাদ ফজরআখেরী মোনাজাতের মধ্য দিয়ে কর্মসুচী শেষ করে। এ সময় চন্দ্রপাড়া দরবার শরীফেরগদীনশীন পীর আগামী ০৪ জানুয়ারী ২০২৩ইং বাৎসরিক ওরস মোবারকের তারিখ নির্ধারন করেন।
You cannot copy content of this page
Leave a Reply