স্টাফ রিপোর্টার : জেলা পর্যায়ে ২১ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ ঘোষনা করা হয়েছে। ফরিদপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে এই পদক প্রাপ্তদের নাম ঘোষনা করা হয়। এতে জেলার প্রাথমিক শিক্ষা বিস্তারের ক্ষেতে অগ্রনী ভূমিকা রাখায় শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হয়েছেন এ কে এম জাহিদুল হাসান আলফাডাঙ্গা, শ্রেষ্ঠ নির্বাহী কর্মকর্তা হয়েছেন মো. আশিকুর রহমান, মধুখালী,সহকারি শিক্ষা অফিসার (এটিও) হিসেবে মোহাম্মদ দেলোয়ার হোসেন ফরিদপুর সদর, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মুহাম্মদ সাখাওয়াত হোসেন এর নাম ঘোষনা করা হয়েছে।
পদক প্রাপ্ত ব্যক্তিগণ তাদের সুদক্ষ মেধা ও বিচক্ষনতা দিয়ে নিজ নিজ এলাকার প্রাথমিক শিক্ষা বিস্তারের প্রসার ঘটনানোর ক্ষেত্রে ভূমিকা পালন করেছেন । এই শিক্ষা পদকের যাচাই বাছাই কমিটির সদস্য সচিব ফরিদপুরের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম জানান, প্রতিবছরই জেলার প্রাথমিক শিক্ষা প্রসার ঘটানোর ক্ষেত্রে যারা অগ্রনী ভূমিকা পালন করে তাদের মধ্যে থেকে বিভিন্ন পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে ভূষিত করা হয় । তিনি বলেন, এর মধ্যে রয়েছে শ্রেষ্ঠ শিক্ষক, বিদ্যালয়,ব্যক্তি,প্রতিষ্ঠান,কর্মকর্তা ও কর্মচারী। এবছল যারা জেলার শ্রেষ্ঠ হয়েছেন তাদের নাম তালিকা বিভাগ পর্যায়ে অংশ নেওয়ার জন্য প্রেরণ করবো।
You cannot copy content of this page
Leave a Reply