আঃওহাব মোল্যা, চরভদ্রাসন : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে মঙ্গলবার দুপুৃর আড়াই টায় শারদীয় দুর্গা পূজা-২০২২ খ্রি. এর উৎসব পালনের জন্য এক প্রস্তুতী সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা। প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাউছার। উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্যা, ফরিদা বেগম, সহকারী কমিশনার (ভুমি) খাইরুল ইসলাম ও থানা অফিসার ইনচার্জ মিন্টু মন্ডল সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রবীন্দ্রনাথ টিকাদার, সেক্রেটারী নৃপেন সরকার, পূজা মন্ডুপ মালিক শ্যামল সরকার প্রমূখ। সভায় উপজেলার ১৮টি পূজা মন্ডুপের মালিকরা উপস্থিত ছিলেন। সভায় এ বছর পূজা উদযাপনের জন্য সরকারি বিধি নিষেধ ও স্থানীয় সুবিধা অসুবিধার উপর বিশদ আলোচনা হয়। পরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের উদ্যোগে প্রতিটি পুজা মন্ডুপে ৫০০ কেজি করে ১৮টি মন্ডুপে মোট ৯ মে.টন জিআর চালের ডিও বিতরন করা হয়। এ সময় উপজেরা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহমুদুল হক টিটুও উপস্থিত ছিলেন এবং সর্বশেষে সভাপতি সবাইকে ধন্যবাদ জানাইয়া সভা শেষ করেন।
You cannot copy content of this page
Leave a Reply