ফরিদপুর সমাচার : র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প কর্তৃক রাজবাড়ী জেলার সদর, পাংশা এবং কালুখালী থানা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ০৪ টি ইট ভাটায় জরিমানা এবং ০৬ টি ইট ভাটা ধ্বংশ করা হয় ।
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, জঙ্গিবাদ দমন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশ এবং দেশের মানুষদের রক্ষার্থে সার্বক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে থাকে।
র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প গোপন তথ্যের উপর ভিত্তি করে জানতে পারে যে, রাজবাড়ী জেলার পাংশা থানাধীন কে এন্ড এম বিক্স, আর এন্ড বি বিক্স, ওয়াই আই হেড বিক্স, মেসার্স কে এন্ড বি বিক্স, মেসার্স খান এন্ড সন্স, মেসার্স কে এন্ড বি বিক্স, রাজবাড়ী জেলার সদর থানাধীন মেসার্স এন আই বি বিক্স, মেসার্স জামান বিক্স ইন্ডাষ্টিজ, মেসার্স এস বি বি বিক্স এবং রাজবাড়ী জেলার কালুখালী থানাধীন আর এম বিক্স এর মালিকগণ সরকারী বিধি-নিষেধ অমান্য করে ইট ভাটা পরিচালনা করে পরিবেশ দূষিত করছে।
এ বিষয়ে ফরিদপুর র্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায়। তদ্প্রেক্ষিতে ২১/০১/২০২১ইং তারিখ মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর এর নেতৃত্বে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ০১। কে এন্ড এম বিক্স মালিক মোঃ নাসির উদ্দিন খান(৩৬), সাং-গদিবাড়ি, ০২। আর এন্ড বি বিক্স এর মালিক বাদশা আলম(৩৬), সাং-চরঝিকুরিয়া, ০৩। ওয়াই আই হেড বিক্স মালিক জয়দেব কুমার দাস(৫৪), সাং- নারায়নপুর, ৪। মেসার্স কে এন্ড বি বিক্স মালিক মোঃ মাসুম উদ্দিন খান(৩১), সাং-চরমোদিপুর,
০৫। মেসার্স খান এন্ড সন্স মালিক আব্দুর নুর(৪৫), সাং-যশাই রোড, ০৬। মেসার্স কে এন্ড বিক্স মালিক মাসুম উদ্দিন খান(৩১), সাং-দলাগিলা, সর্ব থানা-পাংশা, ০৭। মেসার্স এন আই বি বিক্স মালিক মেহেদী ইসলাম মিজু(৩০), সাং-চরলক্ষীপুর, ০৮। মেসার্স জামান বিক্স ইন্ডাষ্টিজ মালিক মোঃ আক্তারুজ্জমান (৪৫), সাং-ভবানীপুর, ০৯। মেসার্স এস বি বি বিক্স মালিক এস এম ছবুর, সর্ব থানা- রাজবাড়ী সদর এবং ১০। আর এম বিক্স মালিক মোঃ রইচ উদ্দিন মিয়া, সাং-শ্যামসুন্দরপুর থানা-কালুখালী, জেলা-রাজবাড়ীদেরকে আটক করা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব মোঃ সাদিকুর রহমান সবুজ, এক্সজিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, পরিবেশ অধিদপ্তর, ঢাকা মহানগর কার্যালয় এর উপস্থিতিতে ইট ভাটা প্রস্তুত ও স্থাপন আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা ৫(২/)/১৫ মোতাবেক ০১। কে এন্ড এম বিক্স মালিক মোঃ নাসির উদ্দিন খান(৩৬), সাং-গদিবাড়ি, ০২। আর এন্ড বি বিক্স এর মালিক বাদশা আলম(৩৬), সাং-চরঝিকুরিয়া,
০৩। ওয়াই আই হেড বিক্স মালিক জয়দেব কুমার দাস(৫৪), সাং- নারায়নপুর, ৪। মেসার্স কে এন্ড বি বিক্স মালিক মোঃ মাসুম উদ্দিন খান(৩১), সাং-চরমোদিপুর, সর্ব থানা- পাংশা, জেলা-রাজবাড়ীদরেতে যথাক্রমে ৪,০০,০০০/- টাকা, ৩,০০,০০০/- টাকা, ২,০০,০০০/- টাকা এবং ১,০০,০০০/- টাকা সর্বমোট ১০,০০,০০০/- টাকা জরিমানা করেন এবং ক্রমিক ০৫ থেকে ১০ নং ইট ভাটাকে ধ্বংশ করেন।
You cannot copy content of this page
Leave a Reply