স্টাফ রিপোর্টার : ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে পরিবহন শ্রমিকদের কল্যাণে বিনামূলে স্বাস্থ্যসেবার আয়োজন করা হয়। গত ২৬ আগষ্ট,২০২২ শুক্রবার সকাল ১০.০০ টা থেকে বিকাল ৫.০০ টা পর্যন্ত ফ্রি হেলথ্্ ক্যাম্প’ ২০২২ অনুষ্ঠিত হয়। জাতীয় পরিবহন শ্রমিকলীগ ফরিদপুর জেলা শাখার আয়োজনে এবং জেলার সভাপতি হায়দার খান এর সভাপতিত্বে প্রাইম অর্থোপেডিক এন্ড জেনারেল হাসপাতাল ও ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টার ঢাকা এর সৌজনে এই ফ্রি চিকিৎসা প্রদান করা হয়। অনুষ্ঠানে এ সময়ে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিবহন শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইলমান খান, সাধারণ সম্পাদক জাহিদ হাসান ও সহ—সভাপতি মোহাম্মদ হোসেন জীবন, যুগ্ম সাধারণ সম্পাদক উম্মে জান্নাতুল ফেরদৌস শাপলা, যুগ্ম সম্পাদক আলমগীর দেওয়ান, সাংগঠনিক সম্পাদক রাসেল প্রধান, দপ্তর সম্পাদক মোঃ আলী আশরাফ, সহ—সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম প্রমুখ।
উক্ত হেলথ্্ ক্যাম্প এর শুভ উদ্বোধন করেন শ্রমিক বান্ধব জননেতা ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শামিম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাব বোস, প্রাইম অথোর্পেডিক এন্ড জেনারেল হাসপাতাল ও ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাকসহ জাতীয় শ্রমিক লীগের আহবায়ক ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ নাছির, ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নূরুল ইসলাম মোল্যা, ৭নং ওয়ার্ড কাউন্সিলর ঝিল্লুর রহমান, জেলা মহিলা আওমীলীগের সভাপতি মাহমুদা বেগম, সাধারণ সম্পাদক নুসরাত তানিয়া। অনুষ্ঠানের সার্বিক কর্মকান্ডের সহযোগিতায় ছিলেন জাতীয় পরিবহন শ্রমিক লীগের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জিহাদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক সালাহউদ্দিন মিয়া, সহ—সভাপতি মোঃ আমিনুল ইসলাম আলিম, সাংগঠনিক সম্পাদক সুইম বউল, রাশিদা আক্তার, নাছিমা আক্তার প্রমুখ।
উক্ত হাসপাতালের অভিজ্ঞ ৪ জন ডাক্তার ও ৪ জন নার্স স্বাস্থসেবা প্রদান করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক শ্রমিকবান্ধন জননেতা ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভপতি শামিম হক বলেন— শ্রমিকদের কল্যানে এধরনের স্বাস্থ্য সেবারমত মহতি উদ্যোগ গ্রহন করার জন্য কেন্দ্রীয় পরিবহন শ্রমিকলীগ ও ফরিদপুর জেলা শাখার নেতৃবৃন্দ এবং শ্রমিকবান্ধন জননেতা গোলাম মোঃ নছির কে ধন্যবাদ জানান।উদ্বোধন শেষে তিনি স্বাস্থ্য সেবার ব্যবস্থা পত্র শ্রমিকদের হাতে তুলে দেন। এখানে প্রায় ৬০০ শ্রমিকদেরকে এই স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। আরো উল্লেখ করা যায় যে, এ ধরনের স্বাস্থ্য সেবা পরিবহন শ্রমিকদের কল্যানে দেশের প্রতিটি জেলায় পর্যায়ক্রমে সেবা প্রদান করা হবে।
ফরিদপুরে পরিবহন শ্রমিকদের কল্যাণে বিনামূলে স্বাস্থ্যসেবা প্রদান
You cannot copy content of this page
Leave a Reply