আরিফুল ইসলাম, সালথা : ফরিদপুরের সালথা উপজেলার ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে তিন বছর মেয়াদী অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটারদের অংশ গ্রহনে মঙ্গলবার (২৩ আগষ্ট) ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হয়। জানা যায়, কমিটির মেয়াদ শেষ হওয়ায় নিয়মিতভাবে মনোনয়ন জমা, প্রত্যাহার ও মনোনয়ন চুরান্ত করা হয় এবং ২৩ আগষ্ট সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
৪৯৮ জন ভোটারের মধ্যে ৪৩৫ জন ভোট প্রদান করেন, দুটি ভোট বাতিল বলে জানা জায়। প্রিজাইডিং অফিসার উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফজলে রাব্বি নোমান ভোট গননা শেষে ফলাফল ঘোষণা করেন। নির্বাচনী ফলাফল থেকে জানা যায়, মোঃ ফরিদ কাজী (ব্যালট নং-৩) ৩০৮ ভোট, পান্নু সরদার (ব্যালট নং-২) ২৭২ ভোট, আয়ুব মোল্যা (ব্যালট নং-১) ২৫৬ ভোট, মোঃ বাচ্চু মিয়া (ব্যালট নং-৪) ২৫০ পেয়ে অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন। অপর প্রতিদন্দি রিজাউল করিম মুন্সি (ব্যালট নং-৫) পেয়েছেন ১৬৩ ভোট।
সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে নাছিমা বেগম (ব্যালট নং-১) ২৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং প্রতিদন্দি প্রার্থী সুমি বেগম (ব্যালট নং-২) পেয়েছেন ১৭০ ভোট। প্রিজাইডিং অফিসার উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফজলে রাব্বি নোমান বলেন, ভোটারদের স্বতস্ফর্ত অংশগ্রহনে একটি অবাধ সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রার্থী, ভোটার ও সকলের সহযোগিতায় নির্বাচন শেষ করে ফলাফল ঘোষণা করা হয়েছে। ভোটকেন্দ্রে নিরাপত্তা নিয়েও তিনি সন্তোষ প্রকাশ করেন।
You cannot copy content of this page
Leave a Reply