স্টাফ রিপোর্টার : ফরিদপুরের সদরপুর উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে শনিবার বিকালে এক অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা তাসনিয়া তাসমিমের নেতৃত্বে মৎস্য বিভাগের কর্মকর্তাবৃন্দ আড়িয়াল খাঁ নদীর খালবিল থেকে ৩৫ টি চায়না দোয়াড়ী ও ১ হাজার মিটার নিষিদ্ধ জাল উদ্ধার করে চর বলাশিয়া ঘাটে এনে ভস্মীভূত করা হয়।
যার আনুমানিক মূল্য প্রায় ২লক্ষ ৮০হাজার টাকা। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর বিভিন্ন ধারা অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা তাসনিয়া তাসমিম বলেন এ অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, সামান্য জনবল দিয়ে বিপুল সংখ্যক অবৈধ মৎস্য শিকারীকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষের নিটক জাল প্রস্তুতকারী কোম্পানীগুলো নিষিদ্ধের দাবী জানান।
You cannot copy content of this page
Leave a Reply