স্টাফ রিপোর্টার : ফরিদপুরের মধুখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় আবির হোসেন (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৯ টার দিকে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে উপজেলার ঢকা-খুলনা মহাসড়কের নওয়াপাড়া এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার নওয়াপাড়া এলাকায় একটি মোটরসাইকেলকে দ্রুত গতির রেলের কাজ করা পেলুগার গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলে আবির হোসেন নামে এক ব্যাক্তি নিহত হয়। নিহত আবির একই উপজেলার রায়পুর ইউনিয়নের আমুরদি গ্রামের সাইদ মোল্যার ছেলে। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যাক্তির মরদেহ হাইওয়ে থানা পুলিশ উদ্ধার করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তারা কাজ করছে।
You cannot copy content of this page
Leave a Reply