এনামুল মবিন(সবুজ) জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর জেলার বিরামপুর থানাধীন ৫নং বিনাইল ইউপিস্থ দেশমা বাজার হতে ফুলবাড়ীগামী পাকা রাস্তার পাশে দেশমা মন্দিরের সামনে থেকে গাঁজা ও ফেনসিডিলসহ ৩ জন কে গ্রেফতার করেছে বিরামপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩১ মার্চ) ভোর রাত ৩.৫০মিনিটে বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত এর নেতৃত্বে এসআই হরিদাস বর্মন ও সঙ্গীয় ফোর্সসহ বিরামপুর থানাধীন ৫নং বিনাইল ইউপিস্থ দেশমা বাজার হতে ফুলবাড়ীগামী পাকা রাস্তার পাশে বিশেষ অভিযান চালিয়ে গাঁজা ও ফেনসিডিলসহ ৩ জন কে গ্রেফতার করা হয় এবং সে সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী মোঃ আকবর হোসেন(৪১) কৌশলে পালিয়ে যায়।
গ্রেফতার কৃত আসামি হলেন, ১। মোঃ আতিযার রহমান (৩২), পিতা-মৃত আনোয়ার হোসেন, ২। মোঃ একরামুল হক (৩২), পিতা-মৃত নজিমুদ্দিন, উভয় সাং-আখিঘটনা (বোরঙ্গা মোড়), ৩। মোঃ রইচ উদ্দিন বাবু (৪১), পিতা-মৃত তজিমুদ্দিন, গ্রাম- কাচারীপাড়া (পুকুর মোড়) , সর্ব থানা- ফুলবাড়ী, জেলা -দিনাজপুর। বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি)সুমন কুমার মহন্ত এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বিরামপুর থানা পুলিশের একটি দল বৃহস্পতিবার ভোর রাতে বিরামপুর থানাধীন ৫নং বিনাইল ইউপিস্থ দেশমা বাজার হতে ফুলবাড়ীগামী পাকা রাস্তার পাশে দেশমা মন্দিরের সামনে থেকে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় ৪ কেজি গাঁজা, ৪০ বোতল অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল জব্দ করা হয়।
এ বিষয়ে মাদক দ্রব্য আইনে ধারাঃ মামলা নং-২৪, তারিখ ৩১/০৩/২০২২ খ্রিঃ, ধারাঃ ৩৬ (১) সারণির ১৯ (ক)/১৪ (খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ মামলা দায়ের পূর্বক আসামীদের কে বিজ্ঞ আদালতে সোপর্দ করার হয়। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। উল্লেখ্য, অভিযান চলমান। সুনির্দিষ্ট তথ্য দিন সেবা নিন। মাদক নির্মূল/নিয়ন্ত্রণে সহায়তা করুন।
You cannot copy content of this page
Leave a Reply