মানিক দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর পৌরসভায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প জাতীয় নগর দারিদ্র্য হ্রাস করণ কর্মসূচির আওতায় শহর পর্যায়ে মাল্টিসেক্টরাল নিউট্রিশন কোঅর্ডিনেট কমিটির ত্রৈমাসিক সভা আজ বৃহস্পতিবার সকালে পৌর মিলনায়তনের চতুর্থ তলায় অনুষ্ঠিত হয়।
পৌরসভার সচিব তানজিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় গত তিন মাসের কাজের অগ্রগতি তুলে ধরেন আর্থসামাজিক ও পুষ্টি অফিসার শাহনাজ বেগম। বক্তব্য রাখেন ফরিদপুর পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা মোঃ আহাদ উজ্জামান, টাউন ম্যানেজার অসীম কুমার সাহা, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মনমথ কুমার সাহা , শহর সমাজসেবা কর্মকর্তা সুজাউদ্দিন রাশেদ, এফপিএবি কর্মকর্তা সাজ্জাদুর রহমান, ডায়াবেটিক হাসপাতালের কর্মকর্তা আফসানা সেহেরী, রেজাউল খান, ইকরাম হোসেন, ডাক্তার তানসিভ জুবায়ের প্রমূখ।
সভায় প্রতি তিন মাস পর পর পুষ্টি বিষয়ক ক্যাম্প করার সিদ্ধান্ত নেয়া হয়। একই সাথে পুষ্টির সাথে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলোকে এ কমিটিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত জানানো হয়।
You cannot copy content of this page
Leave a Reply