ফরিদপুর সমাচার : ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেছেন, প্রযুক্তি নির্ভর জ্ঞান শিক্ষার্থীদের এগিয়ে নেবে। আগামী দিনে টেলিভিশনের রিমোট থাকবে না, থাকবে মনের ইচ্ছা। মন যে চ্যানেল দেখতে চাইবে, সেটাই সামনে আসবে। তিনি আরো বলেন, মনের যত প্রশ্ন আছে, তার প্রত্যেকটার উত্তর আছে। আজকের ক্ষুদে বিজ্ঞানীদের সেসব প্রশ্নের উত্তর অনুসন্ধান করতে হবে। শিক্ষার্থীরা যত বেশি অনুসন্ধান করতে পারবে তত বেশি জানতে পারবে। ‘বিজ্ঞান, প্রযুক্তি ও নৈতিকতা- একসূত্রে গাঁথা’ শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক একথা বলেন।
জেলা প্রশাসক আরো বলেন, বিজ্ঞানী যে শুধু পদার্থ বা রসায়নে হবে এমন নয়, বাংলা সাহিত্যেও বিজ্ঞানী হতে পারে। ভাষার বৈচিত্র নিয়ে কাজ করা যেতে পারে। ইতিহাস বা সমাজকর্মেও বিজ্ঞানী হওয়ার আগ্রহ থাকতে হবে। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক অতুল সরকার বলেন, ২০৪১ সালের উন্নত বাংলাদেশের নেতৃত্বে তোমাদেরই এগিয়ে আসতে হবে। এজন্য প্রযুক্তি শিক্ষায় এগিয়ে আসবে, না হলে অন্ধকারে তলিয়ে যেতে হবে। ২৯ মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ মঙ্গলবার বেলা সাড়ে ৩ টায় জেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান প্রযুক্তি যাদুঘরের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাইফুল কবির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা, সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ প্রফেসর শীলা রানী মন্ডল, জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফরিদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) লাভলী ইয়াসমিন। অনুষ্ঠানে ক্ষুদে বিজ্ঞানীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
সকালে মেলা প্রাঙ্গন ও ক্ষুদে বিজ্ঞানীদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক অতুল সরকারসহ অন্যান্যরা। এর আগে ২৮ মার্চ ২০২২ খ্রিস্টাব্দ সোমবার সকালে তারার মেলা ঈশান মেমোরিয়াল স্কুলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজ্ঞান মেলায় মোট চল্লিশটি স্টলে জেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল বিভিন্ন কলেজ থেকে ছাত্র-ছাত্রীরা বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন বিষয় প্রদর্শন করছে।
You cannot copy content of this page
Leave a Reply