এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর বীরগঞ্জে বিশ্ব যক্ষা দিবস-২০২২ পালিত। বিশ্ব যক্ষা দিবসে এবারের প্রতিপাদ্য বিষয়-‘বিনোয়গ করি যক্ষা নির্মূলে, জীবন বাঁচাই সবাই মিলে’।
বৃহস্পতিবার (২৪ মার্চ) দিনাজপুর বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ক্যাম্পাস চত্বরে একটি ষ্ট্যান র্যালী এবং র্যালী শেষে স্বাস্থ্য কমপ্লেক্স এর কনফারেন্স রুমে‘বিশ্ব যক্ষা দিবস ২০২২’ উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভা ও সমাপনীসহ উপরোক্ত বিষয়ের আলোকে বক্তব্য প্রদান করেন- ডাঃ মোহাম্মদ মহসীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বীরগঞ্জ, দিনাজপুর।
এ সময় শিক্ষার্থীদের উদেশ্যে ডাঃ মোহাম্মদ মহসীন বলেন, যক্ষ্মা রোগ প্রতিরোধ ও প্রতিকারে নিজেকে সচেতন হতে হবে এবং সকলকে সচেতন করার লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। রোগের লক্ষণের বিষয়ে সকলকে সচেতন হতে হবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন,ডাঃ তানজিন তামান্না ঈশিতা, মেডিকেল অফিসার, অত্র স্বাস্থ্য কমপ্লেক্স,ডাঃ নাফিস ফুয়াদ, ডেন্টাল সার্জন, অত্র স্বাস্থ্য কমপ্লেক্স,ডাঃ মোঃ মনিরুজ্জামান, মেডিকেল অফিসার, অত্র স্বাস্থ্য কমপ্লেক্স,ডাঃ নিলয় দাস, মেডিকেল অফিসার, অত্র স্বাস্থ্য কমপ্লেক্স,ডাঃ মোঃ মনোয়ারুল ইসলাম, মেডিকেল অফিসার, অত্র স্বাস্থ্য কমপ্লেক্স,নার্সিং সুপার ভাইজার, সিনিয়র ষ্টাফ নার্স ও মিডওয়াইফ গন, অত্র স্বাস্থ্য কমপ্লেক্স,প্রধান সহকারী, ক্যাশিয়ার, ষ্টোরকিপার, স্যানিটারী ইন্সপেক্টর, টিএলসিএ, পরিসংখ্যানবিদ, অফিস সহকারী, এইচআই, এমটিইপিআই,অত্র স্বাস্থ্য কমেপ্লেক্সের বিভিন্ন স্থরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
You cannot copy content of this page
Leave a Reply