মো. পলাশ খান : এফপিএবি ফরিদপুর জেলা শাখার আয়োজনে রেসপন্ড প্রকল্পের সহায়তায় প্রকল্পে বিবিধ সেবা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয় গত শনিবার এফপিএবি মিলনায়তনে। কোঅর্ডিনেটর মো. হাফিজুর রহমানের সঞালনায় এতে সভাপতিত্ব করেন এফপিএবির জেলা কর্মকর্তা এ.কে.এম. শাহজাহান। শুভেচ্ছা বক্তব্য রাখেন এফবিএবি ফরিদপুর শাখার কোঅর্ডিনেটর সীমা আক্তার। আলোচনায় অংশগ্রহণ করেন মেরী স্টোপস বাংলাদেশের মো. আনসারুল ইসলাম, লাইট হাউস ফরিদপুরের ইনচার্জ মো. পলাশ খান, বিএফএফ এর ফারজানা আক্তার, এসডিসিএর ইরানী খানসহ প্রমুখ।
মো. হাফিজুর রহমান বলেন রেসপন্ড প্রকল্পের আওতায় যুব বান্ধব, গর্ভবতী মাদের সেবা প্রদানসহ তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠির জীবনমান পরিবর্তনে বিবিধ কার্যক্রম বিদ্যমান রয়েছে। সীমা আক্তার বলেন, এফপিএবির অপরাপর সেবাসমূহের মধ্যে এ্যাম্বুলেন্স সেবা রয়েছে যা সদরসহ বিভিন্ন উপজেলায় পরিবহন খরচ সাধ্যের মধ্যে। পাশাপাশি ০১৭১৩৪৬৯৫৩৬ নম্বরটি দিনের চব্বিশ ঘন্ট এবং সপ্তাহের সাত দিন খোলা থাকে যেখানে এফপিএবি ফরিদপুর শাখার একজন কাউন্সিলর সার্বক্ষণিক নারীর যৌন ও প্রজনন স্বাস্থ্যের সুস্থ্যতা নিশিন্ত করণে কাউন্সিলিং সেবা প্রদান করে থাকেন। মো. পলাশ খান বলেন এফপিএবি সেবাসমূহ খুবই জনহিতকর। এই সেবাতথ্য আমরা আমাদের লক্ষিত জনগোষ্ঠিসহ আপামর জনগণের নিকট পৌছে দিতে পারি যার মাধ্যমে মানুষ যেমন উপকৃত হবে তেমনি এফপিএবিও এগিয়ে যাবে।
এ.কে.এম. শাহজাহান বলেন বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি)্ একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অরাজনৈতিক প্রতিষ্ঠান যা ১৯৫৩ খ্রিষ্টাব্দে ডাক্তার হুমায়রা সাঈদ প্রতিষ্ঠা করেন এবং যা বর্তমানে দেশের ২১টি জেলায় শাখা কার্যালয় ও ১১ জেলায় বিশেষ কর্ম ইউনিট কার্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে তাদের সেবা কার্যক্রম প্ররিচালনা করছে। তিনি এফপিএবির মান সম্মত সেবা গ্রহণে সকলকে এগিয়ে আসার পাশাপাশি এফপিএবিকে এগিয়ে যেতে সকলের অব্যাহত সহযোগীতা কামনা করেন।
উল্লেখ্য সভাটিতে পাচঁটি উপজেলার সহকারী পরিবার পরিকল্পনা সহকারী ও পরিদর্শকসহ সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page
Leave a Reply