আজিজুর রহমান দুলালঃ ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করেন উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন। গণভবন থেকে সম্প্রসারন করা সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য বঙ্গবন্ধুর ভাষনের উপর আলোচনা মনোযোগ দিয়ে শোনেন উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর সভার মেয়ের রাজনৈতিক নেতৃবৃন্দেরসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
৭ই মার্চ (সোমবার) সকাল ১১টায় উপজেলা হলরুমে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণের উপর বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পৌর মেয়ের সাইফুর রহমান সাইফার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আমির হামজা,ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন,বন কর্মকর্তা শেখ লিটন ,প্রেস ক্লাবের সভাপতি এনায়েত হোসেন,বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা কমান্ডার সিদ্দিকুর রহমান,বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ,যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার তপন,আলফাডাঙ্গা থানার এস আই সহিদ।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আলফাডাঙ্গা উপজেলায় নবযোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি)মো:মহিন উদ্দিন।
You cannot copy content of this page
Leave a Reply