আজিজুর রহমান দুলালঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের পানাইল ইউনাইটেড একাডেমীর অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে। গত বুধবার (২ মার্চ) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে বিদ্যালয় প্রাঙ্গণে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩৮২ জন ভোটারের মধ্যে ৩০৪ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এতে বর্তমান টগরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান (আসাদ মাস্টার) সমর্থিত পূর্ণাঙ্গ প্যানেল বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। এ নির্বাচনে সাধারণ অভিভাবক সদস্য পদে ৭ জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বীতা করে নির্বাচিত হয়েছেন ৪ জন। মহিলা সংরক্ষিত আসনে ২ জন প্রার্থীর মধ্যে ১ জন।
হামিদুল ইসলাম ১৯৪ ভোট পেয়ে প্রথম হয়েছেন, হুমায়ন মোল্যা ১৭১ ভোট পেয়ে দ্বিতীয়, সাজ্জাদ হোসেন ১৬৮ ভোট পেয়ে তৃতীয় এবং আজিম তালুকদার ১৫১ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন। অপর দিকে মহিলা সংরক্ষিত আসনে মোছা. শারমিন আক্তার ১৬৪ বিজয়ী হয়েছেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আওয়াল আকন বলেন,নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে। তাকে সহযোগিতা করার জন্য স্কুলের সকল শিক্ষকদের ধন্যবাদ জানান।
You cannot copy content of this page
Leave a Reply