এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর পার্বতীপুর উপজেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে পার্বতীপুরে উপজেলার ভবানীপুর মাদ্রাসা মাঠে ভবানীপুর যুব সমিতির আয়োজনে ও ভবানীপুর নিউ ফুটবল একাদশ এর সার্বিক সহযোগিতায় এবং দিনাজপুর জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোছাঃ লতিফা বেগমের সভাপতিত্বে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস্থা সোশ্যাল ডেভলপমেন্ট অরগানাইজেশন ও মোস্তাফিজুর রহমান ফিজার ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক ফারজানা রহমান শিমলা ।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রুকশান বারী রুকু, চিরিরবন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লায়লা বানু, সৈয়দপুর আদর্শ কলেজ এর সহকারী অধ্যাপক সুলতানা নাসরীন,যুব মহিলা লীগের আহ্বায়ক নাজনীন নাহার,যুব মহিলা লীগের যুগ্ম-আহ্বায়ক রওশন আরা,যুব মহিলা লীগ ইউনিয়ন শাখার সভাপতি মোছাঃ বলী আরা,যুব মহিলা লীগ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোছাঃ জোছনা খাতুন,৮ নং ইউপি সদস্য শ্রীমতি মিনা রানী। এছাড়াও পার্বতীপুর আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী দর্শক এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page
Leave a Reply