মানিক দাস, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের কৃতি সন্তান লেখক , রাজনীতিজ্ঞ, শিক্ষক ও দার্শনিক হুমায়ুন কবিরের ১১৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে সাজেদা কবির উদ্দিন পৌর বালিকা বিদ্যালয় এ আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোসেনের সভাপতিত্বে। অনুষ্ঠানের আয়োজক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আলতাফ হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর বিপ্লব বালা, সাংবাদিক অনুষ্ঠানে হুমায়ুন কবিরকে নিয়ে প্রবন্ধ পাঠ করেন মাহফুজুল আলম মিলন, ফরিদপুর পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাসুমা বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক প্রবাল কুমার মালো।
অনুষ্ঠানে বক্তারা বলেন হুমায়ুন কবির শুধু বাংলাদেশেই নয় তিনি উপমহাদেশে তার কর্মের মাধ্যমে ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছেন। বক্তারা তার নামে একটা সড়ক কিংবা স্মৃতিস্তম্ভ নির্মাণ করার জন্য পৌর মেয়র এর দৃষ্টি আকর্ষণ করেন। অনুষ্ঠানে হুমায়ূন কবির লিখিত দুটি কবিতা পাঠ করেন বিদ্যালয়ের ছাত্রী সুরাইয়া আক্তার রাত্রি ও মাহবুবা আক্তার হাওয়া।
You cannot copy content of this page
Leave a Reply