এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : “পুষ্টি, মেধা, দারিদ্র্য বিমোচন-প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন” এই শ্লোগান সামনে রেখে দিনাজপুর বীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২ মেলার উদ্বোধন করা হয়েছে।
বুধবার(১৬ ফেব্রুয়ারি)বিরলে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)এর সহযোগিতায় বীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ মেলা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিরল উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার আব্দুল ওয়াজেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বিরল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক(সাগর)।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম বলেন, দেশ আজ প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার সফল নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। দেশে প্রাণি সম্পদ পালনের মাধ্যমে বেকারত্ব দূরীকরণের যুবকরা অর্থনীতিতে ভূমিকা রেখে চলছে। দেশকে এগিয়ে নিতে বেকাররা পশু পাখি পালন পালনের মাধ্যমে বেকারত্ব সমস্যা দূরীকরণ সহ সফলতা অর্জন করা সম্ভব। তিনি আরো বলেন, প্রাণি পালন করে দুধ, মাংস বিক্রি করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম(সোনা),উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম নুর, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভোগনগর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. রাজিউর রহমান রাজু,
উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মো. ছানাউল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায়, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শেখ মাহফুজুর রহমান সহ আরো অনেকে। দিনব্যাপী প্রদর্শনীতে মোট ৩২ টি স্টল অংশগ্রহণ করেন। এ সময় দেশি-বিদেশি বিভিন্ন প্রকার পাখি, ফ্রিজিয়ান জাতের গরু, ষাড় গরু, গাভি গরু, মহিষ, ঘোড়া, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শরীফ প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ নেওয়াজ শরীফ। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী সেরা স্টলসমূহকে পুরষ্কৃত করা হয়।
You cannot copy content of this page
Leave a Reply