এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর বীরগঞ্জ উপজেলায় চুরি হয়ে যাওয়া গরু খুঁজে পেতে ও বীরগঞ্জ থানায় অভিযোগ দিয়েও গরুটি উদ্ধার না হওয়ার কারণে ব্যতিক্রম এক উদ্দ্যোগ নিয়ে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে পাড়ায় মহল্লায় পোস্টার লাগিয়েছেন গরুর মালিক।
জানা গেছে, গত ৩১ জানুয়ারি রাত ৩টার পরে বীরগঞ্জ কলেজপাড়ার মোহাদ্দেজের খামার থেকে ফ্রিজিয়ান জাতের একটি গাভি চুরি হয়। চুরি হয়ে যাওয়া গাভি উদ্ধার করতে প্রথমে বীরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। এতেও গাভিটি উদ্ধার না হওয়ায় তিনি পোস্টার তৈরি করে উপজেলার বিভিন্ন পাড়া,মহল্লা,হাট-বাজারে পোস্টার লাগিয়ে দেন এবং গাভিটির সন্ধান দিতে পারলে নগদ ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন।
দিনাজপুর বীরগঞ্জ উপজেলার বিভিন্ন পাড়া,মহল্লা হাট-বাজারে গেলেই চোখে পড়বে দেয়ালে লাগানো হয়েছে গাভি চুরির বিজ্ঞপ্তিটি। পোস্টারটিতে লেখা আছে বীরগঞ্জ কলেজপাড়ায় অবস্থিত গাভীর খামার থেকে একটি ২ দাঁত বয়সের ফ্রিজিয়ান গাভি গত ৩১ জানুয়ারি রাত আনুমানিক ৩টার পরে চুরি হয়ে যায়। যদি কোনো ব্যক্তি গাভিটির সন্ধান দিতে পারেন, তাহলে ওই ব্যক্তিকে নগদ ১ লাখ টাকার পুরস্কার দেওয়া হবে।
বীরগঞ্জ পৌর এলাকার স্থানীয়রা বলেন, আমরা এই প্রথম এ রকম একটি পোস্টার দেখলাম। যেখানে চুরি হয়ে যাওয়া গরুর মালিক নিজেই বিজ্ঞপ্তি দিয়েছেন। গাভির মালিক আফজালুর রহমানের ছেলে মোহাদ্দেজ বলেন,শখের গাভিটি চুরি হয়ে যাওয়ায় আমিসহ বাসার সবারি মন অনেক খারাপ। পরিবারের লোকজন সবাই মিলে ১ বছর ধরে ফ্রিজিয়ান জাতের গাভিটি লালন-পালন করেছি। হঠাৎ করে গত ৩১ জানুয়ারি রাত ৩টার পরে বাসা থেকে গাভিটি চুরি হয়ে যায়। গাভিটি চুরি হওয়ার পরে থানায় একটা লিখিত অভিযোগ করেছি।
বীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ(ওসি) সুব্রত কুমার সরাকর বলেন, গাভি চুরি নিয়ে থানায় মামলা হয়েছে। গাভি চুরি নিয়ে পোস্টার ছাপানো হয়েছে কিনা তা আমার জানা নেই। কেউ যদি গাভি চুরির বিষয়টি নিয়ে পোস্টার ছাপায় বা মাইকিং করে, সেটা তার ব্যক্তিগত বিষয়।
You cannot copy content of this page
Leave a Reply