ফরিদপুর সমাচার : ফরিদপুর জেলার কোতয়ালী এবং মধুখালী থানা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে চারটি ইট ভাটায় জরিমানা এবং দুইটি ইট ভাটা ধ্বংশ করে । র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, জঙ্গিবাদ দমন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশ এবং দেশের মানুষদের রক্ষার্থে সার্বক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে থাকে।
র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, ফরিদপুর জেলার মধুখালী থানাধীন মেসার্স এম এন জেড ব্রিক্স, কে এম জেড আর ব্রিক্স, মেসার্স জেড এন্ড কে বিক্স এবং ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন সাজিদ বিক্স ফিল্ড, মেসার্স মন্ডল ট্রেডার্স এবং মেসার্স আশরাফ এন্ড কোং ব্রিক্সের মালিকগণ সরকারী বিধি-নিষেধ অমান্য করে ইট ভাটা পরিচালনা করে পরিবেশ দূষিত করছে। এ বিষয়ে ফরিদপুর র্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায়।
তদপ্রেক্ষিতে ১৯/০১/২০২১ইং তারিখ মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অধিনায়ক, র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর এবং মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পরিবেশ অধিদপ্তর এর নেতৃত্বে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ০১। মেসার্স এম এন জেড ব্রিক্স এর মালিক মোঃ মিলন বিশ^াস (৬০), পিতা-মোঃ দাউদ আলী বিশ^াস, সাং-বাঘাট ০২। কে এম জেড আর ব্রিক্স এর মালিক খন্দকার মোঃ জামশেদুর রহমান (৫৭), পিতা-খন্দকার হাফিজুর রহমান, সাং-গোন্দার দিয়া, ০৩। মেসার্স জেড এন্ড বিক্স মালিক মোঃ জিয়া উর রহমান(৪০), পিতা-দোস্ত মোঃ শেখ, সাং-লক্ষনদিয়া, সর্ব থানা-মধুখালী,
০৪। সাজিদ বিক্স ফিল্ড মালিক ফয়সাল আহমেদ(৩০), পিতা-জাহাঙ্গির হোসেন, সাং-কোমরপুর, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুরদেরকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ, এক্সজিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, পরিবেশ অধিদপ্তর, ঢাকা মহানগর কার্যালয় যথাক্রমে ৩,৫০,০০০/- টাকা, ৫,০০,০০০/- টাকা, ৫,০০,০০০/- টাকা, ৫,০০,০০০/- টাকা, সর্বমোর্ট ১৮,৫০,০০০/- টাকা জরিমানা করেন এবং
৫। মেসার্স আশরাফ এন্ড কোং মালিক মোঃ আশরাফুল মোল্লা(৪৫), সাং-বাঘাট, থানা-মধুখালী, ০৬। মেসার্স মন্ডল ট্রেডার্স মালিক মোছাঃ রেহেনা পারভীন(৬০), সাং-মুরারীদহ, থানা-কোতয়ালী, উভয় জেলা-ফরিদপুরদ্বয়ের ০২ টি ভাটাকে ধ্বংশ করা হয়। এ জাতীয় কার্যক্রম সব সময় অব্যাহত খাকবে বলে জানা যায় ।
You cannot copy content of this page
Leave a Reply