ফরিদপুর জেলার সদর ও মধুখালী উপজেলায় দুইটি অবৈধ ইটভাটা ভাঙ্গাসহ মোট ছয়টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৮,৫০,০০০/- (আঠার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা আদায়।( বিস্তারিত দেখতে ভিডিওতে টাচ করুন )
ফরিদপুর সমাচার : ফরিদপুর জেলার সদর ও মধুখালী উপজেলায় ১৯ জানুয়ারি ২০২১ খ্রিঃ তারিখ মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ এর নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উপ পরিচালক জনাব এ, এইচ, এম, রাসেদ ও মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কোম্পানী কমান্ডার, ফরিদপুর র্যাব ক্যাম্প, র্যাব-৮ এর উপস্থিতিতে ফরিদপুর জেলার সদর ও মধুখালী উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এসময় চারটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে মোট ১৮,৫০,০০০/- (আঠার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং একইসাথে দুইটি ১২০ ফিট চিমনির অবৈধ ইটভাটার চিমনি, কিলন এক্সেভেটর ভাঙ্গা হয় ও কাঁচা ইট নষ্ট করা হয় এবং ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে নিভানো হয়। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মিতা রানী দাস ও পরিদর্শক জনাব মনিরুজ্জামান শেখ।
মোবাইল কোর্টে আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব কাজী সাইফুদ্দিন ও কর্মচারীবৃন্দ। মোবাইল কোর্টে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০১৯ লঙ্ঘনের দায়ে নিন্মলিখিত ছয়টি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্র্ট পরিচালিত হয়: এসময় মেসার্স মন্ডল ট্রেডার্স, স্বত্বাধিকারী: মোছাঃ রেহেনা পারভীন, মুরারীদহ, তাম্বুলখানা, সদর, ফরিদপুর।
১২০ ফিট চিমনির অবৈধ ইটভাটাটির কিলন এক্সেভেটর দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয় ও কাঁচা ইট নষ্ট করা হয় এবং ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে নিভানো হয়। মেসার্স আশরাফ এন্ড কোং, স্বত্বাধিকারী: মোঃ আশরাফুজ্জামান মোল্লা, মধুখালী, ফরিদপুর। ১২০ ফিট চিমনির অবৈধ ইটভাটাটির চিমনি, কিলন এক্সেভেটর দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয় ও কাঁচা ইট নষ্ট করা হয় এবং ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে নিভানো হয়।
কে. এম. জেড. আর. ব্রিকস্, স্বত্বাধিকারী: মোঃ জামশেদুর রহমান, চরবাসপুর, কোরকান্দি-৭৮৫০, মধুখালী, ফরিদপুর। জরিমানার পরিমান ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা। মেসার্স জেড এন্ড কে ব্রিকস্, স্বত্বাধিকারী: মোঃ জিয়াউর রহমান, দরিবাজার, মধুখালী, ফরিদপুর। জরিমানার পরিমান ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা। মেসার্স এম এন জেড ব্রিকস্, স্বত্বাধিকারী: মোঃ মিলন বিশ^াস, রায়জাদাপুর, বাঘাট, মধুখালী, ফরিদপুর। জরিমানার পরিমান ৩,৫০,০০০/- (তিন লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। সাজিদ ব্রিক ফিল্ড, স্বত্বাধিকারী: ফয়সাল আহমেদ, সমেশপুর, তাম্বুলখানা, সদর, ফরিদপুর।
জরিমানার পরিমান ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা। উল্লিখিত ছয়টি ইটভাটায় ১৮,৫০,০০০/- (আঠার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং দুইটি ইটভাটা ভেঙ্গে ধ্বংস করা হয়।
এসময় পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয় কর্তৃক ইটভাটার সকল কার্যক্রম বন্ধ রাখার আদেশ প্রদান করা হয়।
মোবাইল কোর্টে উপস্থিত থেকে সহযোগিতা করে র্যাব-৮ এর একটি টীম ও ফায়ার সার্ভিসের একটি টীম এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ। ভবিষ্যতেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানা যায় ।
You cannot copy content of this page
Leave a Reply