1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৭:১৮ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সালথায় যুবদল নেতার দোয়া ও ইফতার মাহফিল সালথায় আইএফআইসি ব্যাংকের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সালথায় মুশফিক বিল্লাহ জিহাদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সালথায় বিএনপির দোয়া ও ইফতার মাহফিল বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় সালথায় দোয়া ও ইফতার মাহফিল সালথায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল নারীলোভী লিওন র ্যাবের জালে আটক ফরিদপুরে সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষের উপর হামলার নির্দেশদাতা বিজেপি নেতা সহ গ্রেফতার তিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা ফরিদপুরে দীর্ঘ প্রত্যাশিত রয়েল এনফিল্ড এর শোরুম উদ্বোধন

এক নজরে উত্তরবঙ্গের প্রিয় দিনাজপুর জেলা

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ২৩৩ বার পড়া হয়েছে
এক নজরে উত্তরবঙ্গের প্রিয় দিনাজপুর জেলা
এক নজরে উত্তরবঙ্গের প্রিয় দিনাজপুর জেলা

এক নজরে উত্তরবঙ্গের প্রিয় দিনাজপুর জেলা

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি অন্যতম প্রাচীন ও বৃহৎ জেলা। উপজেলার সংখ্যানুসারে দিনাজপুর বাংলাদেশের একটি “এ” শ্রেণীভুক্ত জেলা।দিনাজপুর জেলা উত্তরবঙ্গের ১৬টি জেলার মধ্যে বৃহত্তম। এই অঞ্চল ভূতাত্ত্বিকভাবে ভারতীয় প্লেটের অংশ যা আদি জুরাসিক যুগে সৃষ্টি হওয়া গন্ডোয়ানাল্যান্ডের অংশ ছিল।

বাংলাদেশে দিনাজপুর জেলার অবস্থান:-স্থানাঙ্ক: ২৫ক্ক৩৭′৪৮″ উত্তর ৮৮ক্ক৩৯′০″ পূর্ব,দেশঃ বাংলাদেশ, বিভাগঃ রংপুর বিভাগ,প্রতিষ্ঠাঃ ১৭৮৬,সংসদীয় আসনঃ ৬টি,আয়তন মোটঃ ৩,৪৪৪.৩০ বর্গকিমি (১,৩২৯.৮৫ বর্গমাইল),জনসংখ্যা মোটঃ ৩১,০৯,৬২৮ [২০১১],জনঘনত্বঃ ৯০০/বর্গকিমি (২,৩০০/বর্গমাইল),সাক্ষরতার হার মোটঃ ৮৫.৫%,সময় অঞ্চলঃ বিএসটি (ইউটিসি+৬),পোস্ট কোডঃ ৫২০০, প্রশাসনিক বিভাগের কোডঃ ৫৫২৭।

ইতিহাস সম্পাদনাঃ- প্রাচীনকালে অবস্থান ও সীমানা সম্পাদনা।প্রাচীনকাল থেকে বর্তমান পর্যন্ত ইতিহাস পর্যালোচনা করলে দিনাজপুরের সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে অনেক মতপার্থক্য দেখা দেয়। দামোদরপুরে প্রাপ্ত গুপ্তযুগের পাঁচটি তাম্রলিপি, বৈগ্রামে প্রাপ্ত কুমারগুপ্তের শাসনকালের একটি তাম্রলিপি ও বেলোয়াতে প্রাপ্ত প্রথম মহীপাল ও তৃতীয় বিগ্রহ পালের শাসনকালে প্রদত্ত দু’খানা তাম্রলিপি পাঠে জানা যায়, গুপ্ত যুগ থেকে আরম্ভ করে প্রথম মহীপালের রাজত্ব কাল পর্যন্ত পুণ্ড্রবর্ধন ভুক্তির অধীনে অন্যান্য বিষয়ের মধ্যে কোটিবর্ষ ও পঞ্চনগরী নামক দুটি বিষয় ছিল। কোটিবর্ষ বিষয় ছিল ভারতের পশ্চিম দিনাজপুরের অন্তর্গত গঙ্গারামপুর থানার নিকটবর্তী বাণগড় বা কোটিবর্ষ নামক স্থানে।বিষয় বলতে মূলত জেলা জাতীয় প্রশাসনিক অবকাঠামোকে বোঝায়। পঞ্চনগরী বিষয় কোথায় ছিল, তা আজ পর্যন্ত নির্ধারিত হয়নি। গ্রিক ইতিহাসে বর্ণিত পেন্টাপলিস এবং গুপ্ত ও পালযুগের বিভিন্ন তাম্রলিপিতে উল্লিখিত পঞ্চনগরী যে অভিন্ন, তাতে কোন সন্দেহ নেই। প্রথম মহীপালের রাজত্বের পর পরই যে পঞ্চনগরীর অবনতি ঘটে, তার প্রমাণ পাওয়া যায় প্রথম মহীপাল ও তৃতীয় বিগ্রহ পালের বেলওয়া তাম্রলিপি থেকে। বানগড় তাম্রলিপি ও দামোদরপুর তাম্রলিপিগুলি থেকে জানা যায় যে, কোটিবর্ষ বিষয়ের পূর্ব সীমানা ছিল খুব সম্ভবত ফুলবাড়ি থানার পূর্ব দিক দিয়ে প্রবাহিত করতোয়া নদী এবং করতোয়ার যে প্রবাহটি বিরামপুরের উত্তরে যমুনা নদীর সঙ্গে মিলিত হয়েছিল, তা বোধহয় ফুলবাড়ি-বিরামপুর অঞ্চলে কোটিবর্ষ বিষয়ের দক্ষিণ সীমা নির্দেশ করত। এর পরে যমুনা নদীই ছিল কোটিবর্ষ বিষয়ের পূর্ব সীমানা। দামোদরপুর তাম্রলিপির চণ্ডীগ্রাম খুব সম্ভব বর্তমান চন্ডীপুর।
বৈগ্রাম ও বেলওয়া তাম্রলিপিদ্বয় থেকে ধারণা করা যায় যে, পঞ্চনগরী বিষয়ের পশ্চিম সীমানা ছিল খুব সম্ভব প্রাচীন যমুনা নদী এবং উত্তর ও পূর্ব সীমানা ছিল খুব সম্ভব যথাক্রমে করতোয়া নদীর একটি প্রবাহ ও করতোয়া নদী। দক্ষিণ দিকে এ বিষয়ের সীমানা কতদূর পর্যন্ত প্রসারিত ছিল, তার সঠিক বিবরণ পাওয়া যায় না। তবে পুণ্ড্রবর্ধনের নিকটবর্তী অঞ্চলে শিলবর্ষ নামক একটি বিষয়ের সন্ধান পাওয়া যায়। এ বিষয়ের উত্তরেই ছিল খুব সম্ভব পঞ্চনগরীর দক্ষিণ সীমানা। এ তথ্য থেকে ধারণা করা যায় যে, দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার প্রায় সম্পূর্ণ এলাকা, ঘোড়াঘাট থানার সম্পূর্ণ অংশ, হাকিমপুর ও বিরামপুর থানার অধীনে যমুনা নদীর পূর্বতীরবর্তী এলাকা, রংপুর জেলার গোবিন্দগঞ্জ উপজেলা।গোবিন্দগঞ্জ থানার অধীনে করতোয়ার পশ্চিমে তীরবর্তী অঞ্চল, বগুড়া জেলার ক্ষেতলাল ও পাঁচবিবি থানাদ্বয়ের সমগ্র অঞ্চল এবং জয়পুরহাট থানার কিছু অংশ নিয়ে গঠিত ছিল পঞ্চনগরী।

এই সমগ্র এলাকায় অনেকগুলি প্রাচীন জনপদ আছে। সেগুলির মধ্যে সীতাকোট-নবাবগঞ্জ, চকজুনিদ-দারিয়া, ভাদুরিয়া-হরিনাথপুর, বেলওয়া-পল্লরাজ ঘোড়াঘাট-রোগদহ-সাহেগঞ্জ, বিরাটনগর, টুঙ্গিশহর, পাথরঘাটা, (মহীগঞ্জ) ও চরকাই-বিরামপুরের নাম উল্লেখের দাবি রাখে। এগুলির মধ্যে নানা কারণে পাথরঘাটা ও চরকাই-বিরামপুরের মধ্যে একটিকে পঞ্চনগরী বলে বিবেচনা করা যেতে পারে।
এদিক থেকে বিচার করতে গেলে চরকাই বিরামপুরকে পঞ্চনগরী বলে ধরে নেওয়া অধিক যুক্তিসঙ্গত বলে মনে হয়। চরকাই-বিরামপুর এলাকায় ৫টি ভিন্ন ভিন্ন অথচ একত্রে সংযোজিত নগরের ধ্বংসাবশেষ বেশ পরিষ্কারভাবে বিদ্যমান। চন্ডিপুর-গড় পিঙলাইকে কোটিবর্ষ বিষয়ের অধীনে ধরে বাদ দিলেও আরও ৫টি স্বতন্ত্র নগরীর চিহ্ন সহজেই ধরা পড়ে।

এগুলি ছিল নিম্নরূপ:-
১। চোর চক্রবর্তী ধাপের কিছু পশ্চিম থেকে আরম্ভ করে উত্তর, দক্ষিণ ও পূর্ব দিকে অবস্থিত প্রায় ৪ বর্গকিলোমিটার স্থান জুড়ে ছিল একটি জনপদ ২। এই জনপদের পশ্চিম দিকে যমুনা নদীর পূর্ব তীর পর্যন্ত যে এলাকায় বর্তমান রেলস্টেশন, গঞ্জ ও শহর অবস্থিত সেখানে ছিল খুব সম্ভব দ্বিতীয় নগর ৩।রেলওয়ে লেভেল ক্রসিং থেকে আরম্ভ করে দক্ষিণে বিরামপুর কলেজের দক্ষিণ পর্যন্ত রেললাইনের উভয়পার্শ্বে অবস্থিত প্রায় ৮ কিলোমিটার স্থান জুড়ে ছিল খুব সম্ভব তৃতীয় জনপদ ৪। কলেজ এলাকার দক্ষিণে অবস্থিত গড়েরপাড়, বেগমপুর (চাংগইর) ইত্যাদি মৌজা নিয়ে গঠিত ছিল খুব সম্ভব চতুর্থ জনপদ ৫। পঞ্চম জনপদটি ছিল খুব সম্ভব মির্জাপুর জামলেশ্বর মন্ডপ (ভোলাগঞ্জ) এলাকায়। এ পঞ্চ জনপদের সমন্বয়ে গঠিত পঞ্চনগরী ছিল প্রায় ৪০ বর্গকিলোমিটার স্থান জুড়ে এক বিশাল জনপদ। এর কেন্দ্র ছিল খুব সম্ভব তৃতীয় জনপদটিতে। প্রাচীন জন্তু নদীর পূর্ব তীরে অবস্থিত এ নগরের খ্যাতি সূদুর ইউরোপ পর্যন্ত পৌছেছিল। সুতরাং বলা যায় যে, পঞ্চনগরীর মধ্যেই বিরামপুরের অবস্থান ছিল একথা বলা যেতে পারে। তাছাড়া বিরামপুরের সকল পার্শ্ববর্তী এলাকা ভোলাগঞ্জ নামেই পরিচিত ছিল বলে প্রতীয়মান হয়।

প্রাচীন যুগ সম্পাদনাঃ দিনাজপুর একসময়ে পুণ্ড্রবর্ধনের অংশ ছিল। লক্ষ্ণৌতির রাজধানী দেবকোটের অবস্থান ছিল দিনাজপুর সদরের ১১ মাইল দক্ষিণে। সম্প্রতি ঘোড়াঘাট উপজেলার সুর মসজিদের পাশের পুকুর থেকে গুপ্ত যুগের একটি শিলালিপি পাওয়া গেছে।

ব্রিটিশ শাসন সম্পাদনাঃ ১৭৬৫ সালে দেওয়ানি গ্রহণের ফলে দিনাজপুর জেলা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিয়ন্ত্রণভুক্ত হয়। ১৭৭২ সালে দিনাজপুরে একজন ইংরেজ কালেক্টর নিয়োগ দেওয়া হয়। সেই সময় এই অঞ্চলের অরাজকতার কুখ্যাতি ছড়িয়ে পড়ে। ১৭৮৬ সালে এখানে ইংরেজ শাসকদের “ঞযব ইৎরঃরংয অফসরহরংঃৎধঃরাব ঈড়হঃৎড়ষ” গঠিত হয়। সেই সময় লক্ষ্ণৌতি, বাজিন্নাতাবাদ, তেজপুর, পানজারা, ঘোড়াঘাট, বারবকাবাদ ও বাজুহা, এই ছয়টি সরকারের অংশ নিয়ে দিনাজপুর জেলা (তখনকার ঘোড়াঘাট জেলা) গঠিত হয়। দিনাজপুর সদরে জেলা সদর গঠিত হয়। ১৭৮৬ সালে ম্যারিয়ট নামে একজনকে কালেকটরের দায়িত্ব দেওয়া হয়। তার পর রেড ফার্ণ ও ভ্যানসিটার্ট অল্প সময়ের জন্য দিনাজপুরের কালেকটর নিযুক্ত হন। পরবর্তী কালেকটর হ্যাচ জেলার বিচারের কাজেও নিযুক্ত হন। সেই সময় জেলা প্রশাসনের সীমানা মালদা ও বগুড়ার দিকে অগ্রসর হয়। আঠারো শতকের শেষ দিকে দিনাজপুরে নীল চাষ শুরু হয়। দিনাজপুর ছিল অবিভক্ত বাংলার সর্ববৃহৎ জেলা। বগুড়া, মালদা, রাজশাহী, রংপুর ও পূর্ণিয়া জেলার বেশকিছু অংশ তখন দিনাজপুরের অন্তর্ভুক্ত ছিল। ১৮৫৭-৬১ সালের জরিপ অনুসারে দিনাজপুর জেলার আয়তন ছিল ৪,৫৮৬ বর্গমাইল (১১,৮৮০ কিমি২)। প্রশাসনিক ও আইন প্রয়োগের সুবিধার্থে ১৭৯৫ থেকে ১৮০০ সালের মধ্যে জেলার একটি বিশাল অংশ রাজশাহী, রংপুর ও পূর্ণিয়ার অন্তর্ভুক্ত করা হয়। ১৮৩৩ সালে আবার বেশ কিছু এলাকা বগুড়া ও মালদায় চলে যায়। পরবর্তীতে ১৮৬৪-৬৫, ১৮৬৮ ও ১৮৭০ সালে আরো এলাকা মালদা ও বগুড়া জেলার অধীনে স্থানান্তর করা হয়। সবশেষে ১৮৯৭-৯৮ সালে সম্পূর্ণ মহাদেবপুর থানাকে রাজশাহীর অন্তর্ভুক্ত করা হয়। সেই সময় শুধু ঠাকুরগাঁও উপবিভাগ ব্যতীত সম্পূর্ণ দিনাজপুর জেলা কালেকটরের অধীনে শাসিত হতো। ১৮৫৬ সালে দিনাজপুর পৌরসভা প্রতিষ্ঠিত হয়। বাংলার প্রথম দিককার ৪০টি পৌরসভার মধ্যে এটি অন্যতম। শুরুতে ডেপুটি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টাউন কমিটি পৌরসভা শাসন করত। পরবর্তীতে ১৮৬৮ সালে ‘জেলা শহর আইন’-এ ডেপুটি ম্যাজিস্ট্রেটের বদলে একজন চেয়ারম্যান নিযুক্ত করার বিধান রাখা হয় এবং চেয়ারম্যানকে ডেপুটি ম্যাজিস্ট্রেটের সমমর্যাদায় আসীন করা হয়। ১৮৬৯ সালে প্যাটারসন নামক একজনকে দিনাজপুর পৌরসভার চেয়ারম্যান নিযুক্ত করা হয়।১৯৪৬-৪৭ সালের তেভাগা আন্দোলনে দিনাজপুর জেলার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

সাম্প্রতিক ইতিহাস সম্পাদনাঃ- ১৯৪৭ সালে দেশভাগের সময়ে দিনাজপুরের একটি বড় অংশ পশ্চিমবঙ্গে চলে যায় এবং তার নাম হয় পশ্চিম দিনাজপুর জেলা। ১৯৮৪ সালে দিনাজপুরের দুটি মহকুমা ঠাকুরগাঁও ও পঞ্চগড় পৃথক জেলায় পরিণত হয়।

মুক্তিযুদ্ধে অবদান সম্পাদনাঃ- ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে দিনাজপুর ৬ ও ৭ নং সেক্টরের অধীনে ছিল। ৬ নং সেক্টরের আওতায় ছিল দিনাজপুরের ঠাকুরগাঁও এবং দিনাজপুরের দক্ষিণাঞ্চল ছিল ৭ নং সেক্টরের আওতায়। ২৯ মার্চ ফুলবাড়ী উপজেলার দিনাজপুর রোডে পাকবাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর কয়েকটি গাড়ি, গোলাবারুদ, অস্ত্রশস্ত্রসহ বহু রসদপত্র দখল করে। ৮ এপ্রিল পার্বতীপুর উপজেলার রামকৃষ্ণপুর, বাগবাড়ী ও পেয়াদাপাড়ায় পাকবাহিনী প্রায় ৩০০ লোককে নির্মমভাবে হত্যা করে এবং ঘরবাড়ি পুড়িয়ে দেয়। ১৯ এপ্রিল পাকবাহিনী হাকিমপুর উপজেলার হিলি আক্রমণ করে। হাকিমপুর ছাতনীতে পাকবাহিনী ও মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে ২ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। বিরামপুর উপজেলার কেটরা হাটে মুক্তিযোদ্ধা ও পাকবাহিনীর লড়াইয়ে ৭ জন পাকসেনা নিহত এবং ১৬ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। ২০ জুলাই পাকসেনারা নবাবগঞ্জ উপজেলার খয়েরগনি গ্রামে ২১ জন নিরীহ লোককে নির্মমভাবে হত্যা করে। তারা ১০ অক্টোবর নবাবগঞ্জ উপজেলার চড়ারহাটে ১৫৭ জন নিরীহ লোককে হত্যা করে। ১৩ নভেম্বর পাকবাহিনী বিরল উপজেলার বিজোড় ইউনিয়নের বহলায় ৩৭ জন নিরীহ লোককে হত্যা করে। ২১ নভেম্বর-১১ ডিসেম্বর হাকিমপুর উপজেলার বিভিন্ন স্থানে পাকবাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে প্রায় ৩৪৫ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে বীরগঞ্জ উপজেলার ভাতগাঁও ব্রিজের পূর্বপাড়ে মুক্তিযোদ্ধাদের আক্রমণে প্রায় ৫০ জন পাকসেনা নিহত হয় এবং পাকবাহিনীর দুটি ট্যাংক ধ্বংস হয়। লড়াইয়ে কয়েকজন মুক্তিযোদ্ধা শহীদ হন। ৪ ডিসেম্বর সাধারণ জনগণ বিরামপুর উপজেলার বেপারীটোলায় একটি জীপ আক্রমণ করে কয়েকজন পাকসেনাকে হত্যা করে। ১৫ ডিসেম্বর বগুলাখারীতে পাকবাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে ৩০ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। এছাড়াও বিরল উপজেলার বহবল দীঘিতে পাকবাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে প্রায় ১০০ জন পাকসেনা নিহত হয়। কাহারোল উপজেলায় পাকবাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে ১০ জন পাকসেনা ও ৭ জন নিরীহ বাঙালি নিহত হয়।মুক্তিযুদ্ধের পর দিনাজপুরে ৪টি বধ্যভূমি ও ৭টি গণকবর আবিষ্কৃত হয়। শহীদদের স্মরণে দিনাজপুর জেলায় মোট ৫টি স্মৃতিসৌধ নির্মিত হয়েছে।

প্রতিষ্ঠা ও নামকরণ সম্পাদনাঃ- দিনাজপুর জেলা ১৭৮৬ সালে প্রতিষ্ঠিত হয়। জনশ্রুতি আছে, জনৈক দিনাজ অথবা দিনারাজ দিনাজপুর রাজপরিবারের প্রতিষ্ঠাতা। তার নামানুসারেই রাজবাড়িতে(রাজবাটী) অবস্থিত মৌজার নাম হয় “দিনাজপুর”। পরবর্তীতে ব্রিটিশ শাসকরা ঘোড়াঘাট সরকার বাতিল করে নতুন জেলা গঠন করে এবং রাজার সম্মানে জেলার নামকরণ করে “দিনাজপুর জেলা”

ভৌগোলিক সীমানা সম্পাদনাঃ- দিনাজপুর জেলার উত্তরে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলা, দক্ষিণে জয়পুরহাট জেলা ও ভারতের পশ্চিমবঙ্গ, পূর্বে রংপুর ও নীলফামারী জেলা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাদ্বয় অবস্থিত। এই জেলার মোট আয়তন প্রায় ৩৪৩৮ বর্গ কিলোমিটার।

প্রশাসন সম্পাদনাঃ- দিনাজপুরে ডেপুটি কমিশনার (উঈ) হিসাবে নিযুক্ত আছেন মোঃ খালেদ জাকির এবং জেলা পরিষদের প্রধান হলেন আজিজুল ইমাম চৌধুরী।

উপজেলা ভিত্তিক আয়তন সম্পাদনাঃ
আয়তন অনুযায়ী দিনাজপুরের উপজেলাসমূহ:-
বিরামপুর (৬.৩২%),দিনাজপুর সদর (১০.৫৭%), খানসামা (৫.৩৫%),ফুলবাড়ী (৬.৮৪%),বোচাগঞ্জ (৬.৭%),বীরগঞ্জ (১২.৩১%),চিরিরবন্দর (৯.৩২%),
ঘোড়াঘাট (১.৭১%),হাকিমপুর (২.৯৭%),নবাবগঞ্জ (৯.৪৬%),পার্বতীপুর (১১.৭৬%),বিরল (১০.৫৭%),

দিনাজপুর জেলায় মোট ১৩টি উপজেলা ও ৮টি পৌরসভা আছে। উপজেলা সম্পাদনাঃ- দিনাজপুর সদর, বিরামপুর,খানসামা,বীরগঞ্জ,বোচাগঞ্জ, ফুলবাড়ী,চিরিরবন্দর,ঘোড়াঘাট,হাকিমপুর, কাহারোল,নবাবগঞ্জ,পার্বতীপুর,বিরল। এর মধ্যে আয়তনের দিক থেকে সবচেয়ে বড় হলো বীরগঞ্জ উপজেলা (৪১৩ বর্গ কিমি; প্রায় ১২.০১% স্থান নিয়ে) এবং সবচেয়ে ছোট হলো হাকিমপুর উপজেলা (৯৯.৯২ বর্গ কিমি)।

পৌরসভা সম্পাদনাঃ- দিনাজপুর, বিরামপুর, ফুলবাড়ী, বীরগঞ্জ, সেতাবগঞ্জ, হাকিমপুর, পার্বতীপুর, বিরল। এছাড়াও দিনাজপুর জেলায় মোট ১০৩টি ইউনিয়ন ও প্রায় ২১৪২টি গ্রাম রয়েছে।

জনপ্রতিনিধি সম্পাদনাঃ জাতীয় সংসদীয় আসন জাতীয় নির্বাচনী এলাকা[৮] সংসদ সদস্য[৯][১০][১১][১২][১৩]

রাজনৈতিক দলঃ- দিনাজপুর-১ বীরগঞ্জ ও কাহারোল উপজেলা, মনোরঞ্জন শীল গোপাল, বাংলাদেশ আওয়ামী লীগ।দিনাজপুর-২ বোচাগঞ্জ ও বিরল, খালিদ মাহমুদ চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগ। দিনাজপুর-৩ দিনাজপুর সদর উপজেলা,
ইকবালুর রহিম, বাংলাদেশ আওয়ামী লীগ।
দিনাজপুর-৪ খানসামা ও চিরিরবন্দর উপজেলা ,
আবুল হাসান মাহমুদ আলী, বাংলাদেশ আওয়ামী লীগ। দিনাজপুর-৫ ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা,মোস্তাফিজুর রহমান ফিজার, বাংলাদেশ আওয়ামী লীগ। দিনাজপুর-৬ নবাবগঞ্জ, হাকিমপুর,বিরামপুর, ও ঘোড়াঘাট উপজেলা,
শিবলী সাদিক , বাংলাদেশ আওয়ামী লীগ।

জনসংখ্যা উপাত্ত সম্পাদনাঃ- ধর্মবিশ্বাস অনুযায়ী দিনাজপুরের জনসংখ্যা ধর্ম শতাংশ:- ইসলামঃ- ৭৭.৮৪%,হিন্দুধর্মঃ- ১৯.৭৪১৫%,খ্রিষ্টধর্মঃ ০.০৪১৩%,বৌদ্ধধর্মঃ- ১.০৬১২%,অন্যান্যঃ ১.৩১৬% দিনাজপুর জেলার জনসংখ্যা ২৬,৪২,৮৫০ জন। এর মধ্যে পুরুষ ১৩,৬৩,৮৯২ জন ও মহিলা ১২,৭৮,৯৫৮ জন। দিনাজপুর জেলায় ২০,৫৭,০৩০ জন মুসলিম, ৫,২১,৯২৫ জন হিন্দু, ২৭,৯৯৬ জন বৌদ্ধ, ১,০৯৩ জন খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের প্রায় ৩৪,৮০৬ জন লোক বাস করে। দিনাজপুর জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার ১.২২% নারী ও পুরুষের অনুপাত ১:১.০২ দিনাজপুর জেলায় সাঁওতাল, ওঁরাও, মাহলী, মালপাহাড়ী, কোল প্রভৃতি আদিবাসী জনগোষ্ঠীর বসবাস রয়েছে।

শিক্ষা সম্পাদনাঃ- দিনাজপুর জেলার শিক্ষার গড় হার ৪৫.৭% পুরুষদের মধ্যে এই হার ৫১% এবং মহিলাদের মধ্যে ৪০% দিনাজপুরে ১৭১৩টি প্রাথমিক বিদ্যালয়, ১১টি কমিউনিটি বিদ্যালয়, ২৯টি এনজিও স্কুল, ১০টি কিন্ডারগার্টেন, ৩৫১টি মাদ্রাসা, ৬১৭টি মাধ্যমিক বিদ্যালয়, ১১৮টি কলেজ, ১টি টেক্সটাইল ইনস্টিটিউট, ১ টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, ১টি ভেটেরিনারি কলেজ ১০টি ভোকেশনাল ও অন্যান্য কেন্দ্র এবং ১টি বিশ্ববিদ্যালয় রয়েছে।

উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনাঃ-১।হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,২।এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ,৩।দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট,৪।মেডিকেল ও নার্সিং কলেজ,৫।দিনাজপুর নার্সিং কলেজ ৬।ফুলবাড়ী সরকারি কলেজ (১৯৬৩),৭।ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ,বীর উত্তম,৮।শহীদ মাহবুব সেনানিবাস,পার্বতীপুর(১৯৯৪),৯।সেতাবগঞ্জ সরকারি কলেজ (১৯৬৭),১০।আমবাড়ী ডিগ্রী কলেজ,১১।আমবাড়ী মহিলা ডিগ্রি কলেজ,১২।বিরামপুর সরকারি কলেজ,১৩।পার্বতীপুর ডিগ্রী কলেজ (১৯৬৪),১৪।বিরল ডিগ্রি কলেজ (১৯৭২),১৫।দাউদপুর ডিগ্রি কলেজ (১৯৭২),১৬।হাকিমপুর ডিগ্রি কলেজ (১৯৮৪),১৭।দিনাজপুর সরকারি কলেজ (১৯৪২),১৮।দিনাজপুর সরকারি মহিলা কলেজ,১৯।দিনাজপুর সরকারি সিটি কলেজ (১৯৬৬)।

মাধ্যমিক বিদ্যালয়ঃ-
১।উইলিয়াম কেরী নিম্ন মাধ্যমিক স্কুল (১৭৯৯),২।দিনাজপুর জিলা স্কুল (১৮৫৪),৩। দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় (১৮৬৯),৪। জুবিলি হাইস্কুল (১৮৮৭),৫। মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় (১৯১৩),৬। রাজারামপুর এসইউ উচ্চ বিদ্যালয় (১৯১৩),৭। মোল্লাপাড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় (১৯১৩),৮। ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়,পার্বতীপুর(১৯৯৪),৯। পার্বতীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় (১৯১৪),১০। আমবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়,১১। আমবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়,১২। রুদ্রানী উচ্চ বিদ্যালয় (১৯১৫),১৩। সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় (১৯১৯),
১৪। ফুলবাড়ী জিএম পাইলট উচ্চ বিদ্যালয় (১৯২০)
১৫।পলাশবাড়ি উচ্চ বিদ্যালয় (১৯২১),১৬।সেতাবগঞ্জ আইডিয়াল একাডেমী (২০০০),১৭। জ্ঞানাঙ্কুর পাইলট উচ্চ বিদ্যালয় (১৯২৫),১৮। সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় (১৯২৭),১৯। দিনাজপুর উচ্চ বিদ্যালয় (১৯৩০),২০। একইর মঙ্গলপুর উচ্চ বিদ্যালয় (১৯৩০),২১। কাহারোল উচ্চ বিদ্যালয় (১৯৪০),২২। হাবড়া উচ্চ বিদ্যালয় (১৯৪২),
২৩। রানীগঞ্জ দ্বিমুখি উচ্চ বিদ্যালয় (১৯৪৫),২৪। নুরুলহুদা উচ্চ বিদ্যালয় (১৯৫১),২৫। নিউ পাকেরহাট উচ্চ বিদ্যালয় (১৯৫৯),২৬। বীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় (১৯৬২),২৭। আদর্শ উচ্চ বিদ্যালয় ও ভোকেশনাল ইন্সটিটিউট, বিরামপুর (১৯৯৪),২৮। সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় (১৯৩৮বোচাগঞ্জ )।

প্রাথমিক বিদ্যালয়ঃ-১। মিশন প্রাথমিক বিদ্যালয় (১৮৪২),২। শিয়ালা প্রাথমিক বিদ্যালয়,
৩। সুজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৯৩৮)।

মাদ্রাসাঃ- ১। আমবাড়ী দ্বী-মূখী ফাজিল ডিগ্রী মাদ্রাসা ২। জামিয়া ইসলামিয়া আজিজিয়া আনওয়ারুল উলুম (১৯৬০) ৩। জুড়াই ফাজিল মাদ্রাসা (১৯৫২) ৪। ভবানীপুর ইসলামিয়া কামিল মাদ্রাসা (১৯৭২) ৫। বিরামপুর ফাজিল মাদ্রাসা
৬। দেওগাঁ ইমাম বখ্শ ফাযিল ডিগ্রি মাদরাসা (প্রথম ১৯১৯ সালে, দ্বিতীয় ১৯৬৯ সালে ) ৭।সেতাবগঞ্জ কামিল মাদ্রাসা।

সাক্ষরতার আন্দোলন সম্পাদনাঃ- দিনাজপুরে আলোর দিশারী নামে একটি সাক্ষরতার আন্দোলন চালু আছে।

আবহাওয়া ও জলবায়ু সম্পাদনাঃ- দিনাজপুরের জলবায়ু ক্রান্তীয় আর্দ্র ও উষ্ণভাবাপন্ন। জলবায়ুতে মৌসুমী বায়ুপ্রবাহের প্রভাব স্পষ্ট। দিনাজপুর তীব্র শীতের জন্য পরিচিত হলেও, গ্রীষ্মকালে গরমের তীব্রতা অত্যন্ত বৃদ্ধি পায়। দিনাজপুরের বার্ষিক গড় তাপমাত্রা ২৫ক্ক সেলসিয়াস। মাসিক গড় তাপমাত্রা জানুয়ারিতে ১৮ক্ক সেলসিয়াস থেকে আগস্টে ২৯ক্ক সেলসিয়াসের মধ্যে থাকে। বার্ষিক বৃষ্টিপাত গড়ে ২,৫৩৬ মিলিমিটার।

নদ-নদী সম্পাদনাঃ- দিনাজপুর বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত হলেও অনেক নদী ও পানি সম্পদের অধিকারী। চাষাবাদের জন্য দিনাজপুরের মোহনপুরে ছোট যমুনা নদীতে রাবার ড্যাম দেওয়া হয়েছে।

দিনাজপুর জেলা দিয়ে ২৬টিরও বেশি নদী প্রবাহিত হয়েছে। নদীগুলো হচ্ছে:- ১। আত্রাই নদী ২। কাঁকড়া নদী ৩। কাঁচমতি নদী ৪। করতোয়া নদী ৫। ইছামতি নদী ৬। খড়খড়িয়া নদী ৭। ছোট যমুনা নদী ৮। টাঙ্গন নদী ৯। ঢেপা নদী ১০। পুনর্ভবা নদী ১১। যমুনেশ্বরী নদী ১২। আখিরা-মাচ্চা নদী ১৩। করতোয়া নিম্ন নদী ১৪। কালা নদী ১৫। গভেশ্বরী নদী ১৬। ঘিরনাই নদী ১৭। চিরি নদী ১৮। তুলসীগঙ্গা নদী ১৯। নর্ত নদী ২০। নলশীসা নদী ২১। পাথরঘাটা নদী ২২। বেলান নদী ২৩। ভুল্লী নদী ২৪। মাইলা নদী ২৫। রাক্ষসিনী-তেঁতুলিয়া নদী ২৬। হারাবতী নদী। এছাড়াও দিনাজপুরে আরো অনেক নাম না জানা ছোট নদী আছে।

প্রতœতাত্ত্বিক ঐতিহ্য সম্পাদনাঃ- দিনাজপুর জাদুঘর দিনাজপুরের মহারাজার বিভিন্ন নিদর্শনের স্মারকবাহী একটি জাদুঘর। এটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম প্রাচীন নিদর্শনের সংগ্রহশালা। এছাড়াও প্রতœতাত্ত্বিক জায়গাগুলো হল- অরুণ ধাপ,বার পাইকের গড়,ঘোড়াঘাট দুর্গ,প্রাচীন বিষ্ণু মন্দির, কাহারোল,কালিয়া জীউ মন্দির,রামসাগর,মোহনপুর রাবার ড্রাম।

রামসাগর দিনাজপুর জেলার তাজপুর গ্রামে অবস্থিত মানবসৃষ্ট দিঘি। এটি বাংলাদেশে মানুষের তৈরি সবচেয়ে বড় দিঘি। তটভূমিসহ রামসাগরের আয়তন ৪,৩৭,৪৯২ বর্গমিটার, দৈর্ঘ্য ১,০৩১ মিটার ও প্রস্থ ৩৬৪ মিটার। গভীরতা গড়ে প্রায় ১০ মিটার।
ঐতিহাসিকদের মতে, দিনাজপুরের বিখ্যাত রাজা রামনাথ (রাজত্বকাল: ১৭২২-১৭৬০ খ্রিষ্টাব্দ) পলাশীর যুদ্ধের আগে (১৭৫০-১৭৫৫ খ্রিষ্টাব্দের মধ্যে) এই রামসাগর দিঘি খনন করেছিলেন।

লোকসংস্কৃতি সম্পাদনাঃ- দিনাজপুরে মূলত ভাওয়াইয়া, কীর্তন, পাঁচালি, মেয়েলি গীত, গোরক্ষনাথের গান, চড়কের গান, বাউল গান, প্রবাদ-প্রবচন, ছড়া, ছিলকা, হেয়ালি, ধাঁধা, জারিগান উল্লেখযোগ্যভাবে পরিচিত।

গণমাধ্যম সম্পাদনাঃ- দৈনিক পত্রিকা, দৈনিক উত্তরা দৈনিক প্রতিদিন, দৈনিক উত্তর বাংলা, দৈনিক তিস্তা, দৈনিক আজকের দেশবার্তা, দৈনিক জনমত, দৈনিক উত্তরবঙ্গ, দৈনিক আজকের প্রতিভা, দৈনিক অন্তর কণ্ঠ, দৈনিক উত্তরাঞ্চল, দৈনিক খবর একদিন, দৈনিক পত্রালাপ, সাপ্তাহিক, সাপ্তাহিক অতঃপর, সাপ্তাহিক, আজকের বার্তা, সাপ্তাহিক ফলোআপ, সাপ্তাহিক বিরামপুর বার্তা, নওরোজ (অবলুপ্ত)।, অনলাইন পত্রিকা, দিনাজপুর নিউজ, আমবাড়ী বাজার, দিনাজপুর নিউজ২৪, সবুজ বাংলা নিউজ, দিনাজপুর টাইমস, আজকের দিনাজপুর, দিনাজপুর বার্তা২৪, দিনাজপুর২৪, দিনাজপুর টিভি, ইনফো দিনাজপুর, নবাবগঞ্জ নিউজ২৪( অন লাইন)।

ক্রীড়াঙ্গন সম্পাদনাঃ- দিনাজপুরে ক্রিকেট খেলা বেশি জনপ্রিয়। বিভিন্ন খেলার আয়োজনের জন্য শহরে একটি স্টেডিয়াম আছে যা দিনাজপুর স্টেডিয়াম নামে পরিচিত। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এর খেলোয়াড় লিটন দাস দিনাজপুরে জন্মগ্রহণ করেছেন। আঞ্চলিকভাবে হা-ডু-ডু, গোল্লাছুট, বউ ছি, লুকোচুরি খেলা হয়।

অর্থনীতি সম্পাদনাঃ- দিনাজপুর একটি কৃষিনির্ভর জেলা। জেলার অর্থনীতির চালিকাশক্তি হলো কৃষি, দিনাজপুরের আলু চাষ। জনগোষ্ঠীর মোট আয়ের ৬৩.৯০% আসে কৃষিখাত থেকে। দিনাজপুর জেলার মোট আয়ের ৬.২৯% ও ৩.৯০% আসে যথাক্রমে অকৃষি শ্রমিক ও শিল্পখাত থেকে। কৃষি ও শিল্প ছাড়াও অন্যান্য খাতের আয়- ব্যবসা ১২.৮৯%, পরিবহন ও যোগাযোগ ৩.৩৫%, চাকরি ৬.৫৮%, নির্মাণ ৩.৩৭%, ধর্মীয় সেবা ০.১৭%, রেন্ট ও রেমিটেন্স ০.২৩% এবং অন্যান্য ৫.৩২%। রংপুরের ৯টি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন গ্রামে মোট ৩০৮ একর জমির ওপর অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হবে। এর মধ্যে প্রথম পর্যায়ে ৮৭ একর জমি নামমাত্র মূল্যে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে হস্তান্তর করা হয়েছে। এসব জেলা প্রশাসনের খাস জমি। হুকুমদখল আইন ২০১৭ মোতাবেক শিগগিরই বাকি ২২১ একর জমি অধিগ্রহণ করে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে হস্তান্তর করা হবে।

কৃষি সম্পাদনাঃ- দিনাজপুরের মাটি লিচু উৎপাদনের জন্য খুবই উপযুক্ত। লিচু ছাড়াও দিনাজপুর জেলা ধান উৎপাদনের জন্য বিখ্যাত। দিনাজপুরের কাটারিভোগ ও কালিজিরা ধান দেশে-বিদেশে সমাদৃত। দিনাজপুরকে নিয়ে একটি বাংলা প্রবাদ রয়েছে- গোলা ভরা ধান,গোয়াল ভরা গরু,পুকুর ভরা মাছ। দিনাজপুরের প্রধান শস্য হলো ধান। সমগ্র বাংলাদেশের চালের চাহিদার একটি বড় অংশ আসে দিনাজপুর থেকে। এছাড়াও দিনাজপুরে প্রচুর গম, ভুট্টা, আলু, বেগুন ও টমেটো-ও উৎপাদিত হয়। ফলের মধ্যে লিচু, আম, কলা, কাঁঠাল ও জাম উৎপাদিত হয়। দিনাজপুরের আম ও লিচু উৎকৃষ্ট মানের। এছাড়া দিনাজপুর জেলার মাশিমপুরের বেদেনা লিচু বিশ্ববিখ্যাত। বর্তমানে এ লিচু বিদেশে রপ্তানি হচ্ছে।

শিল্প ও বাণিজ্য সম্পাদনাঃ- অর্থনীতির প্রধান উৎস কৃষি হওয়ায় দিনাজপুর জেলায় গড়ে ওঠা শিল্পকারখানাগুলোর অধিকাংশই কৃষিভিত্তিক। দিনাজপুর জেলার শিল্পকারখানার মধ্যে সেতাবগঞ্জ চিনি কল লিমিটেড, দিনাজপুর টেক্সটাইল মিলস লিমিটেড অন্যতম। ধান দিনাজপুরের প্রধান শস্য হওয়ায় এখানে প্রায় ১০০টির মতো স্বয়ংক্রিয়, আধা-স্বয়ংক্রিয় চালকল ও অসংখ্য চাতাল-নির্ভর (হাস্কিং) চালকল রয়েছে। এছাড়া বিরলে একটি পাটকল রয়েছে। বিরামপুর উপজেলায় স্থাপন করা হয়েছিল বাংলাদেশের সর্বপ্রথম তেল শোধনাগার। বর্তমানে তা অব্যবহৃত অবস্থায় আছে। দিনাজপুরে নিম্নোক্ত শিল্প বর্তমানে চালু আছে ১।অটোমেটিক চাউল কল ৬১টি ২।সেমি অটোমেটিক চাউল কল ৩৫টি ৩।চাতাল চাউল কল ১৮৬১টি ৪।মেজর চাউল কল ১২টি ৫।অটোমেটিক ফ্লাওয়ার মিল ৬টি ৬।হিমাগার ৯টি ৭।জুট মিল ১টি ৮।লজেন্স ফ্যাক্টরী ২টি ৯।গার্মেন্টস ১টি ১০।মিশ্র সার ফ্যাক্টরী ১টি ১১।পোলট্রি হ্যাচারী ৪টি।

খনিজ সম্পদ সম্পাদনাঃ- বড়পুকুরিয়া কয়লা খনি
প্রাকৃতিক সম্পদের মধ্যে দিনাজপুরে রয়েছে পিট-কয়লার খনি। বাংলাদেশে আবিষ্কৃত পাঁচটি কয়লাখনির মধ্যে তিনটির অবস্থান দিনাজপুরে- বড়পুকুরিয়া, ফুলবাড়ী ও দিঘীপাড়া। বর্তমানে শুধু বড়পুকুরিয়ায় মাটির নিচ থেকে কয়লা উত্তোলন করা হচ্ছে। এখান থেকে প্রতিদিন গড়ে প্রায় ১৫০০ টন কয়লা উত্তোলন করা হয়। ২০০৬ সালে ফুলবাড়ীতে কয়লাখনি স্থাপনের কাজ স্থানীয়দের বাঁধার মুখে বন্ধ হয়ে যায়। বড়পুকুরিয়ায় উৎপাদিত কয়লা ব্যবহার করে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করা হয়। সাম্প্রতিককালে হাকিমপুরে লৌহ খনি আবিষ্কৃত হয়েছে। হাকিমপুরের ইসবপুর গ্রামে প্রায় ছয় বছর ধরে পরীক্ষা নিরীক্ষা করার পরে ২০১৯ সালে এটি আবিষ্কার করা হয়। খনিতে লোহার পাশাপাশি ক্রোমিয়াম, নিকেল উপস্থিতি সম্বন্ধে নিশ্চিত হওয়া গিয়েছে। এমনকি খনিটিতে স্বর্ণও পাওয়া যেতে পারে বলে আশা করা যাচ্ছে।

চিত্তাকর্ষক স্থান সম্পাদনাঃ- রামসাগর,আওকরা মসজিদ,আনন্দ সাগর,কান্তজীর মন্দির,কালিয়া জীউ মন্দির,কোরাই বিল,গৌরগোবিন্দ,ঘুঘুডাঙ্গা জমিদার বাড়ি,চেহেলগাজী মাজার,জিয়া হার্ট ফাউন্ডেশন,দিনাজপুর ঈদগাহ ময়দান,দিনাজপুর জাদুঘর,দিনাজপুর জিলা স্কুল,দিনাজপুর রাজবাড়ি,নবাবগঞ্জ জাতীয় উদ্যান,নয়াবাদ মসজিদ,নওপাড়া আদর্শ গ্রাম,পার্বতীপুর রেলওয়ে স্টেশন,বড়পুকুরিয়া কয়লাখনি,বারদুয়ারি,বিরামপুর জমিদার বাড়ি,মাতাসাগর,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর,রখুনি কান্ত জমিদার বাড়ি,রামসাগর,রামসাগর জাতীয় উদ্যান,রুদ্রপুর দীপশিখা বিদ্যালয়,সিংহ দরওয়াজা,সিংড়া জঙ্গল, সীতা কুঠুরী,সীতাকোট বিহার,সীমান্ত শিখা ক্লাব, হাকিমপুর,সুখসাগর,স্বপ্নপুরী,হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,হাবড়া জমিদার বাড়ি,হিলি স্থলবন্দর।

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনাঃ- দিনাজপুরে মহাসড়ক
দিনাজপুর রাজধানী ঢাকা থেকে ৪১৪ কিলোমিটার দূরে অবস্থিত। বাংলাদেশের অন্যান্য জেলার সাথে সড়ক ও রেলপথে দিনাজপুরের যোগাযোগ ব্যবস্থা ভালো।

রেল যোগাযোগ সম্পাদনা:-
ঢাকাগামী ট্রেনের মাধ্যমে খুব সহজেই দিনাজপুর সদর সহ নানা উপজেলায় যাওয়া যায়। দিনাজপুরের গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশনগুলো হল- দিনাজপুর রেলওয়ে স্টেশন,বিরামপুর রেলওয়ে স্টেশন, ফুলবাড়ী রেলওয়ে স্টেশন,পার্বতীপুর রেলওয়ে স্টেশন,হিলি রেলওয়ে স্টেশন,চিরিরবন্দর রেলওয়ে স্টেশন,ডাঙাপাড়া রেলওয়ে স্টেশন,সেতাবগঞ্জ রেলওয়ে স্টেশন,মঙ্গলপুর রেলওয়ে স্টেশন,কাঞ্চন রেলওয়ে স্টেশন,কাউগাঁ রেলওয়ে স্টেশন,বিরল রেলওয়ে স্টেশন।

দিনাজপুর জেলার পার্বতীপুর অবিভক্ত ভারতের রেলওয়ে ও বর্তমান বাংলাদেশে বেশ গুরুত্বপূর্ণ কেননা ব্রড গেজ ও মিটার গেজের সংমিশ্রণে বাংলাদেশে একটি মাত্র চার লাইনের রেল জংশন রয়েছে, তা হলো পার্বতীপুর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page