সালথায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী আটক
আরিফুল ইসলাম, সালথা প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা উপজেলায় মাদক মামলায় সাজা প্রাপ্ত আসামীকে আটক করেছে সালথা থানা পুলিশ। আটককৃত ব্যাক্তির নাম শহিদুল ইসলাম (২৫), তিনি উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের হড়েরকান্দি গ্রামের জিলু শেখের পুত্র, একটি মাদক মামলায় শহিদুল ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী।
সালথা থানা পুলিশ সুত্রে জানা যায়, মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী শহিদুল ইসলাম বাড়িতে অবস্থান করছে এই খবর পেয়ে সালথা থানা পুলিশের একটি বিশেষ টিম ওসি তদন্ত সুব্রত গোলদার ও এএসআই মোবারক হোসেন এবং এএসআই শহিদুল হক এর নেতৃত্বে সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করে, শহিদুল মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী যার মামলা নং GR ৭০/১৮, এই মামলায় শহিদুল দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন।
সালথা থানার ওসি তদন্ত সুব্রত গোলদার জানান, গ্রেপ্তারকৃত শহিদুল একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী, সে বাড়িতে অবস্থান করছে এই খবর পেয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মঙ্গলবার সকালে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সালথা থানা পুলিশ সবসমই অপরাধ দমনে কাজ করে চলেছে।
Leave a Reply