ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান খান স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট শুরু
মানিক দাস : ফরিদপুর জেলার আলিপুর উদয়ন সংঘের মাঠে বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান খান স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুক্রবার থেকে শুরু হয়েছে।
বেস্ট অফ তিন পদ্ধতি এ টুনামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহণ করছে।
বিকেলে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল হক ভোলা। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র অমিতাভ বোস। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝরনা হাসান, ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদমনিরুল ইসলাম মনির, স্থানীয় বাসিন্দা হারুনুর রশিদ, সৈয়দ আশরাফ আলী পিয়ার, আলিআজগার মানিক, , মোস্তফা খান প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শামীম হক।
প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে বীর মুক্তিযোদ্ধা মিরোজ খান সৃতি সংঘ ২-১ সেটে তাবাসসুম একাদশকে পরাজিত করে।
Leave a Reply