মানিক দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি : বঙ্গবন্ধু ফরিদপুর জেলা প্রথম বিভাগ ফুটবল লীগে জয় পেয়েছে সবুজ সেনা ক্লাব শুক্রবার বিকেলে শেখ জামাল স্টেডিয়াম এ অনুষ্ঠিত ম্যাচে তারা প্রতিপক্ষ ফরিদপুর মুসলিম মিশন দলকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে। ৩ পয়েন্ট সংগ্রহ করে। বিজয়ী দলের পক্ষে একটি করে গোল করে নাঈম ও ইকবাল । এরমধ্যে খেলার প্রথমার্ধে নাঈম ও দ্বিতীয়ার্ধে ইকবাল অপর গোলটি করেন। প্রতিযোগিতায় এটা সবুজ সেনার প্রথম জয় হলেও মুসলিম মিশন এখনো কোন খেলায় জিততে পারেনি ।
প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ খেলায় শনিবার মোকাবেলা করবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল আবাহনী ক্রীড়াচক্র বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাব। গুরুত্বপূর্ণ এ খেলাটি পরিচালনা করেন রেফারি মাসুদ হোসেন, হাসিবুল হোসেন, ও সবুজ শেখ । চতুর্থ রেফারি মিনার বিশ্বাস।
You cannot copy content of this page
Leave a Reply