মানিক দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়াম এ অনুষ্ঠিত বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপে এ ওয়ে ম্যাচে প্রতিপক্ষ মাদারীপুরের কাছে ট্রাইবেকারে হেরে গেছে ফরিদপুর জেলা দল। শেখ জামাল স্টেডিয়াম অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ খেলাটিতে প্রথমার্ধে নাজমুলের দেয়া গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থাকে ফরিদপুর দল। খেলার দ্বিতীয়ার্ধে মাদারীপুর পক্ষে আকাশ ঐ গোল শোধ করলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে সেখানে ফরিদপুর দলকে ৩-২ গোলে পরাজিত করে মাদারীপুর জেলা দল। এর আগে হোম ম্যাচে ফরিদপুর জেলা দল ১-০ গোলে মাদারীপুর জেলা দলকে পরাজিত করে।
এ পরাজয়ে ফরিদপুর দল কাপ পর্যায়ে উন্নীত হতে ব্যর্থ হলেও প্লেট পর্যায়ে অংশগ্রহণ সুযোগ পেল। গুরুত্বপূর্ণ খেলাটি পরিচালনা করেন শেখ কামাল আহমেদ, সহকারি রেফারি আক্তার হোসেন, মোঃ রনি। চতুর্থ রেফারি রাজিব মিয়া।
You cannot copy content of this page
Leave a Reply