মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়াম অনুষ্ঠিত বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লিগে শুভ সূচনা করেছে সফিউদ্দিন স্মৃতি সংঘ। মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত খেলায় তারা একমাত্র গোলে ফেভারিট ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে পরাজিত করেন। বিজয়ী দলের পক্ষে প্রথমার্ধের 26 মিনিটে জয়সূচক গোলটি করেন আরমান।
এদিন খেলা উপভোগ করেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ খায়ের মিয়া, উপস্থিত ছিলেন ফরিদপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শাহীদ উদ্দিন আহমেদ, ও কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ফকির। গুরুত্বপূর্ণ এই খেলাটি পরিচালনা করেন রেফারি সাইফ দোহা দর্শন। সরকারি রেফারি আশরাফ হোসেন ও মাসুদ মিয়া।
চতুর্থ রেফারি মজিবর রহমান।
বুধবার পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর জন্য কোন খেলা হবে না। বৃহস্পতিবার থেকে ফুটবল লিগের বাকি খেলাগুলো অনুষ্ঠিত হবে বলে জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে।
You cannot copy content of this page
Leave a Reply