মানিক দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর ফুটবল একাডেমীর ক্ষুদে ফুটবলারদের প্রশিক্ষণের জন্য এবং ফরিদপুরে আরো ভালো ফুটবল খেলোয়ার বের করে আনার প্রত্যয় এ লায়ন্স ক্লাব অফ ফরিদপুরের উদ্যোগে মঙ্গলবার শেখ জামাল স্টেডিয়াম এ ফরিদপুর ফুটবল একাডেমি কে বল প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট সুজয় সাহা, লায়ন আশিক হাবিব সিদ্দিকী, লায়ন খন্দকার ফজলে রাব্বী সাব্বির লায়ন শাম ধানুকা, এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর ডিএফএ ও ডিএসএফ সদস্য অমরেশ সাহা, ফুটবল একাডেমীর সভাপতি আবুল কাশেম ভোলা, সাধারণ সম্পাদক প্রণব কুমার মুখার্জি প্রমূখ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য , আশুতোষ গুহ, জেলা ফুটবল এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক রিয়াসাত আহমেদ রিপন। সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page
Leave a Reply