এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : আইজিপি কাপ (বালক/বালিকা) অনূর্ধ্ব-১৯ আন্ত থানা জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতা ২০২১ এর শুভ উদ্বোধন। আজ মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেলে দিনাজপুর জেলার গোর-ই-শহীদ ঈদগাহ ময়দানের স্পোর্টস ভিলেজ মাঠে জেলা পুলিশ দিনাজপুরের আয়োজনে আইজিপি কাপ (বালক/বালিকা) অনূর্ধ্ব-১৯ আন্ত থানা জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতা ২০২১ এর শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার) । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুব্রত মজুমদার ডলার, সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা, দিনাজপুর এবং জনাব স্বরুপ কুমার বকশী বাচ্চু, সভাপতি, দিনাজপুর প্রেসক্লাব, দিনাজপুর।
উক্ত খেলায় সভাপতিত্ব করেন মোঃ মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), দিনাজপুর। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মোঃ আসলাম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ রেজওয়ানুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), দিনাজপুরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
You cannot copy content of this page
Leave a Reply