এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর চিরিরবন্দরে গণপ্রতিনিধিত্ব আদেশে(জচঙ) অনুযায়ী রাজনৈতিক দলে সকল পর্যায়ের কমিটিতে ৩৩ ভাগ নারীর অংশগ্রহণ নিশ্চিত করণে মানববন্ধন করেছেন নারী উন্নয়ন ফোরাম চিরিরবন্দর, দিনাজপুর । রাজনৈতিক দলের সব পর্যায়ের কমিটিতে ৩৩ ভাগ নারী অন্তর্ভুক্ত করাসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন ও সভাপতি/ সাধারণ সম্পাদক বরাবর স্মারকলিপি দেয়া হয়।
আজ সোমবার ( ১ নভেম্বর) দুপুরে দিনাজপুর চিরিরবন্দর উপজেলা পরিষদ চত্বরের সামনে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী রাজনৈতিক দলের সকল কমিটিতে ৩৩ ভাগ নারীর অংশগ্রহন নিশ্চিতকরণে ও ডেমোক্রেসি ওয়াচ ‘অপরাজিতা’ প্রকল্পের সহযোগীতায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।উপজেলা নারী উন্নয়ন ফোরাম,চিরিরবন্দর, দিনাজপুর এর আয়োজনে ও নারী রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প অপরাজিতার সহযোগিতায় মানববন্ধনে বক্তব্য দেন চিরিরবন্দর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মোছাঃ লায়লা বানু সহ নারী উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।
মানববন্ধনে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লায়লা বানু বলেন, বাস্তবতায় দেশের কয়েকটি সংগঠন মাত্র একজন নারীকে রাজনৈতিক দলের কমিটিতে রাখছে। বাংলাদেশের ৫১% ভোটারই নারী। আমাদের দাবি রাজনৈতিক দলগুলো যেন ৩৩% নারীর অংশগ্রহণ নিশ্চিত করে। বাংলাদেশের সরকার প্রধান নারী, সংসদের স্পিকারও নারী। তাই দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো যেন দ্রুত এই দাবিটি পূরণ করেন এই আহব্বান আমাদের।
মানববন্ধনে বক্তারা বলেন, নির্বাচন কমিশনে বিভিন্ন রাজনৈতিক দল সমূহের নিবন্ধন সংক্রান্ত আইন ২০২০ প্রণয়নের কাজ চলমান রয়েছে। যেখানে কমিটি সমূহে ৩৩% নারীর প্রতিনিধিত্ব থাকার বিধান রাখা হলেও এক্ষেত্রে কোন সময় সীমা বেঁধে দেয়া হয়নী।
You cannot copy content of this page
Leave a Reply